TRENDING:

৩ মে পর্যন্ত দেশজুড়ে বাড়ল লকডাউন, ঘোষণা করলেন মোদি

Last Updated:

মোদি জানান, বুধবার লকডাউনের নয়া গাইডলাইন প্রকাশ করবে দেশ৷ একই সঙ্গে এদিন সাতটি পদক্ষেপ পালনের জন্য দেশবাসীকে আহ্বান জানান মোদি৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: প্রত্যাশা মতোই দেশজুড়ে লকডাউনের মেয়াদ বাড়ানোর কথা ঘোষণা করলেন প্রধানমন্ত্রী মরেন্দ্র মোদি৷ আগামী ৩ মে পর্যন্ত দেশজুড়ে লকডাউনের কথা ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ বললেন, 'লকডাউন সবচেয়ে বেশি জোরদার থাকবে আগামী ২০ এপ্রিল পর্যন্ত৷ এই কয়েকদিনে দেশের সব রিজিয়নকে লক্ষ্য রাখা হবে৷ লকডাউনের নিয়ম সবাই কঠোর ভাবে মানলে, সংশ্লিষ্ট এলাকায় কিছু ছাড় দেওয়া হবে৷'
advertisement

advertisement

মোদি জানান, বুধবার লকডাউনের নয়া গাইডলাইন প্রকাশ করবে দেশ৷ একই সঙ্গে এদিন সাতটি পদক্ষেপ পালনের জন্য দেশবাসীকে আহ্বান জানান মোদি৷ তিনি বলেন, 'স্বাস্থ্য পরিষেবা আরও উন্নত করা হচ্ছে৷ বাড়ানো হয়েছে বেড, হাসপাতাল৷ ৬০০-র বেশি হাসপাতাল করোনা মোকাবিলায় কাজ করছে৷ আমাদের পরিমিত পরিকাঠামো সত্ত্বেও আমি তরুণ বিজ্ঞানীদের বলব, আপনারা এগিয়ে আসুন, করোনা ভাইরাসের ভ্যাকসিন তৈরির চেষ্টা করুন৷'

advertisement

মোদি বলেন, স্থানীয় স্তরে একজনও সংক্রমিত হওয়া চলবে না। এই কারণে হটস্পটগুলিকে চিহ্নিত করে আরও বেশি সতর্ক হয়ে কাজ করতে হবে নজর রাখতে হবে সাম্ভব্য হটস্পটগুলিতেও। আগামী এক সপ্তাহ আমরা করোনার বিরুদ্ধে লড়াই আরও জোরদার করব। ২০ এপ্রিল পর্যন্ত প্রতিটি এলাকায় বাড়িতে মূল্যায়ণ হবে। যে অঞ্চলে হটস্পট কমবে, সেখানে বিশেষ ছাড় মিলবে ২০ এপ্রিল থেকে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

বাংলা খবর/ খবর/দেশ/
৩ মে পর্যন্ত দেশজুড়ে বাড়ল লকডাউন, ঘোষণা করলেন মোদি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল