TRENDING:

Ajit Pawar vs IPS: ‘সাহস কী করে হয়?,’ উপমুখ্যমন্ত্রী শাঁসাচ্ছেন ফোনে...বেআইনি মাটি পাচার রুখতে গিয়ে টার্গেট মহিলা IPS

Last Updated:

ভাইরাল হওয়া ভিডিয়োয় শোনা যাচ্ছে, ফোনের ওপার থেকে একজন বলছেন, ‘‘শোনো, আমি ডেপুটি সিএম বলছি৷ আমি আপনাকে আদেশ দিচ্ছি যে বিষয়টা থামান৷’’

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মহারাষ্ট্র: দুর্গাপুজোর আর ক’টা দিন বাকি৷ এর মাঝেই সামনে এল এমন একটি ঘটনা যা আবারও বুঝিয়ে দেয় নারীশক্তির সংজ্ঞাটা আসলে কী! রাজনৈতিক নেতাদের সঙ্গে মহিলা আইপিএস, আইএএস-দের বাক-বিতণ্ডার ঘটনা নতুন নয়৷ এবার সেই রকম রাজনীতিবিদদের তালিকায় নাম এল মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পওয়ারের নাম৷
News18
News18
advertisement

মহারাষ্ট্রের সোলাপুর জেলার কুর্দু গ্রামে একটি রাস্তা তৈরির কাজ চলছিল৷ সেখানে বেআইনি ভাবে মোরাম মাটি তোলা হচ্ছিল বলে অভিযোগ আসে পুলিশের কাছে৷ সেই ঘটনার তদন্তে গিয়েছিলেন আইপিএস অঞ্জলি কৃষ্ণা৷

তদন্ত চলাকালীন স্থানীয় এনসিপি ওয়ার্কারদের সঙ্গে তর্কাতর্কি হয় তাঁর৷ সেই সময় এক এনসিপি ওয়ার্কার বাবা জগতাপ মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পওয়ারকে ফোন করে সেই ফোন আইপিএস কৃষ্ণার হাতে ধরিয়ে দেন৷

advertisement

আরও পড়ুন: ‘ওয়ান, টু, থ্রি, ফোর…,’ বিধানসভায় স্লোগান তুললেন মমতা! একেবারে সরাসরি চ্যালেঞ্জ, ‘বিজেপি-কে ধাক্কা দিয়ে…’

ভাইরাল হওয়া ভিডিয়োয় শোনা যাচ্ছে, ফোনের ওপার থেকে একজন বলছেন, ‘‘শোনো, আমি ডেপুটি সিএম বলছি৷ আমি আপনাকে আদেশ দিচ্ছি যে বিষয়টা থামান৷’’

এরপরেই তিনি বলেন, ‘‘তোমার সাহস কী করে হয়? আমি তোমার বিরুদ্ধে ব্যবস্থা নেব৷ তুমি আমার মুখ তো নিশ্চই চেনো, চেনো না?’’

advertisement

আরও পড়ুন : কাগজ ছিঁড়ে ওড়ানো হল বিধানসভায়মমতার সামনেই তুমুল হট্টগোল..শুভেন্দুর পরে সাসপেন্ড শঙ্কর-অগ্নিমিত্রাও

এরপরে নাকি পওয়ার অডিও কল ভিডিও কলে ট্রান্সফার করে মুখোমুখি দেখা কথা বলেন ওই আইপিএসের সঙ্গে৷ অভিযোগ, সেই সময় বেআইনি মোরাম পাচারের বিরুদ্ধে কৃষ্ণার অভিযান থামানোর নির্দেশ দিচ্ছিলেন তিনি৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

এনসিপি রাজ্য সভাপতি সুনীল তাতকারের দাবি, এই ভিডিও ইচ্ছাকৃত ভাবে লিক করা হয়েছে৷ তিনি বলেন, ‘‘অজিত দাদা হয়ত পার্টি ওয়ার্কারদের ছেডে় দিতে বলেছিলেন৷ তদন্ত থামাতে বলেননি৷’’

বাংলা খবর/ খবর/দেশ/
Ajit Pawar vs IPS: ‘সাহস কী করে হয়?,’ উপমুখ্যমন্ত্রী শাঁসাচ্ছেন ফোনে...বেআইনি মাটি পাচার রুখতে গিয়ে টার্গেট মহিলা IPS
Open in App
হোম
খবর
ফটো
লোকাল