মহারাষ্ট্রের সোলাপুর জেলার কুর্দু গ্রামে একটি রাস্তা তৈরির কাজ চলছিল৷ সেখানে বেআইনি ভাবে মোরাম মাটি তোলা হচ্ছিল বলে অভিযোগ আসে পুলিশের কাছে৷ সেই ঘটনার তদন্তে গিয়েছিলেন আইপিএস অঞ্জলি কৃষ্ণা৷
তদন্ত চলাকালীন স্থানীয় এনসিপি ওয়ার্কারদের সঙ্গে তর্কাতর্কি হয় তাঁর৷ সেই সময় এক এনসিপি ওয়ার্কার বাবা জগতাপ মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পওয়ারকে ফোন করে সেই ফোন আইপিএস কৃষ্ণার হাতে ধরিয়ে দেন৷
advertisement
ভাইরাল হওয়া ভিডিয়োয় শোনা যাচ্ছে, ফোনের ওপার থেকে একজন বলছেন, ‘‘শোনো, আমি ডেপুটি সিএম বলছি৷ আমি আপনাকে আদেশ দিচ্ছি যে বিষয়টা থামান৷’’
এরপরেই তিনি বলেন, ‘‘তোমার সাহস কী করে হয়? আমি তোমার বিরুদ্ধে ব্যবস্থা নেব৷ তুমি আমার মুখ তো নিশ্চই চেনো, চেনো না?’’
এরপরে নাকি পওয়ার অডিও কল ভিডিও কলে ট্রান্সফার করে মুখোমুখি দেখা কথা বলেন ওই আইপিএসের সঙ্গে৷ অভিযোগ, সেই সময় বেআইনি মোরাম পাচারের বিরুদ্ধে কৃষ্ণার অভিযান থামানোর নির্দেশ দিচ্ছিলেন তিনি৷
এনসিপি রাজ্য সভাপতি সুনীল তাতকারের দাবি, এই ভিডিও ইচ্ছাকৃত ভাবে লিক করা হয়েছে৷ তিনি বলেন, ‘‘অজিত দাদা হয়ত পার্টি ওয়ার্কারদের ছেডে় দিতে বলেছিলেন৷ তদন্ত থামাতে বলেননি৷’’