TRENDING:

Egra Blust | পুলিশের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে? এগরা বিস্ফোরণ নিয়ে রিপোর্ট চাইল মানবাধিকার কমিশন

Last Updated:

Egra Blust | গত মঙ্গলবার দুপুর নাগাদ ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে পূর্ব মেদিনীপুরের এগরা। শুক্রবার মৃত্যু হয় মূল অভিযুক্ত ভানু বাগের৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#রাজীব চক্রবর্তী, নয়াদিল্লি :  এগরা কাণ্ডে নয়া মোড়৷ পূর্ব মেদিনীপুরের এগরার বাজি কারখানায় বিস্ফোরণ নিয়ে রাজ্য সরকারের থেকে রিপোর্ট তলব করল জাতীয় মানবাধিকার কমিশন। আগামী চার সপ্তাহের মধ্যে এই রিপোর্ট জমা দিতে হবে কমিশনের কাছে।
এগরা বিস্ফোরণে নয়া মোড়
এগরা বিস্ফোরণে নয়া মোড়
advertisement

গত মঙ্গলবার দুপুর নাগাদ ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে পূর্ব মেদিনীপুরের এগরা। এগরা ১ নম্বর ব্লকের সাহাড়া গ্রাম পঞ্চায়েতের খাদিকুল গ্রামের একটি অবৈধ বাজি কারখানায় এই ভয়াবহ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের জেরে রাস্তায় ছড়িয়ে পড়ে একাধিক মৃতদেহ। দেহগুলি আগুনে সম্পূর্ণ ঝলসে গিয়েছে বলে প্রত্যক্ষদর্শীদের দাবী।

বৃহস্পতিবার গভীর রাতে তাঁর মৃত্যু হয়েছে মূল অভিযুক্ত ভানু বাগের । ওই মারাত্মক বিস্ফোরণ কাণ্ডের পর ক্ষতবিক্ষত ছিলেন মূল অভিযুক্ত কৃষ্ণপদ ওরফে ভানু বাগও৷ কিন্তু, সে সব তোয়াক্কা না করেই ঘটনার ঘণ্টাখানেকের মধ্যে বাড়ি ছাড়েন তিনি৷ তখনও ভানু ছিলেন রক্তাক্ত৷ বেশিদূর যাওয়ার ক্ষমতা তাঁর ছিল না৷ সেটা বুঝেই সিআইডি আধিকারিকেরা আন্দাজ করেছিলেন, পালালেও, খুব বেশি দূরে যাননি অভিযুক্ত৷ শুরু হয় তল্লাশি৷

advertisement

গত বুধবার সকালেই ওড়িশার উদ্দেশে রওনা দিয়েছিল সিআইডির বিশেষ দল৷ এদিকে ভানু ঘনিষ্ঠ ৪ জনকে ডেকে জিজ্ঞাসাবাদও শুরু হয়৷ সবশেষে রাতেই মিলেছিল সাফল্য৷ সিআইডি আধিকারিকদের হাতে ধরা পড়ে গিয়েছিলেন ভানু৷ ভানুর পাশাপাশি গ্রেফতার করা হয়েছিল তাঁর ছেলে পৃথ্বীজিৎ বাগ এবং ভাইপো ইন্দ্রজিৎ বাগ৷

মানবধিকার কমিশনের তরফে যা জানতে চাওয়া হয়েছে,

advertisement

কতগুলি এফআইআর দায়ের হয়েছে ?

ঘটনার পর এবং কী কী  ব্যবস্থা গ্রহণ হয়েছে ?

এছাড়াও জখমদের চিকিৎসার কী ব্যবস্থা করা হয়েছে?

নিহতদের পরিবারকে আর্থিক সাহায্য করা হয়েছে?

তদন্তে গাফিলতি করেছেন যে সমস্ত আধিকারিক  তাঁদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে?

এগরা কাণ্ড নিয়ে কমিশনের কাছে কী বলে রাজ্য় সরকার সেটাই এখন দেখার।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Egra Blust | পুলিশের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে? এগরা বিস্ফোরণ নিয়ে রিপোর্ট চাইল মানবাধিকার কমিশন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল