ন্যাশনাল হেরাল্ড পত্রিকায় বেনামে অর্থ বিনিয়োগ করেছে গান্ধি পরিবার এবং সংবাদপত্রের জমির বেআইনি প্রোমোটিংয়ের এই অভিযোগ তুলে সোনিয়া-রাহুল সহ পাঁচ কংগ্রেস নেতার বিরুদ্ধে মামলা করেন বিজেপি নেতা সুব্রক্ষণ্যম স্বামী ৷ সেই মামলার শুনানির জন্যই সোনিয়া রাহুলসহ বাকি তিন কংগ্রেস নেতাকে নোটিশ পাঠায় আদালত ৷ শনিবার সকাল থেকে গোটা দেশের এবং বিশেষত রাজনৈতিক মহলের নজর ছিল পাতিয়ালা হাউস কোর্টে ন্যাশনাল হেরাল্ড মামলার শুনানির দিকে ৷ শুনানি শুরুর অল্প কিছুক্ষণের মধ্যে ৫০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জামিন সোনিয়া, রাহুল সহ অস্কার ফার্নান্ডেজ, মোতিলাল ভোরা এবং শ্যাম পিত্রোদার জামিন মঞ্জুর করে পাটিয়ালা হাউস কোর্ট ৷ সোনিয়ার হয়ে বেল বন্ড দাখিল করেন এ কে অ্যান্টনি এবং রাহুলের হয়ে বেল বন্ড দাখিল করেন প্রিয়াঙ্কা গান্ধি ৷ জামিনের বিরোধীতা করে সুবহ্মণ্যম স্বামীর তীব্র সওয়াল আদালতে কোনও কাজে লাগে না ৷
advertisement
হাইপ্রোফাইল এই মামলার শুনানি ঘিরে সকাল থেকে কংগ্রেস কর্মী-সমর্থক এবং উৎসাহী সাধারণ মানুষের ভিড়ে ঠাসা ছিল কোর্ট চত্বর ৷ যে কোনও বিশৃঙ্খলা এড়াতে সজাগ ছিল প্রশাসন ৷ বিশাল পুলিশ বাহিনী ছাড়াও মোতায়েন করা হয়েছিল ৫০০-র বেশি জওয়ান ৷ তিনটে বাজার কয়েক মিনিট আগে কোর্টে প্রবেশ করেন সোনিয়া-রাহুল ৷ কাঁটায় কাঁটায় তিনটের সময় শুরু হয় শুনানি ৷ সোনিয়া গান্ধির হয়ে সওয়াল শুরু করেন কপিল সিব্বল ৷ মামলার পক্ষে নিজেই সওয়াল করছিলেন সুবহ্মণ্যম স্বামী ৷ সোনিয়া রাহুলের জামিনের বিরোধিতা করে তিনি বলেন, ‘দেশ ছেড়ে পালাতে পারেন সোনিয়া-রাহুল ৷’ কিন্তু ধোপে টেকে না স্বামীর সওয়াল ৷ কোর্টরুম থেকে বেরিয়ে কপিল সিব্বল জানান- মামলার পরবর্তী শুনানি ২০ ফেব্রুয়ারি ৷ ওই দিন হাজির থাকবেন সোনিয়া-রাহুল ৷‘আমরা হাজিরা থেকে অব্যাহতি চাইনি, জানালেন কপিল সিব্বল ৷ আদালত থেকে বেরিয়ে দলীয় কার্যালয়ে চলে যান সোনিয়া-রাহুলসহ জামিনে মুক্ত কংগ্রেস টিম ৷