TRENDING:

National Education Policy : বাড়ছে মাতৃভাষার গুরুত্ব! বাংলা-সহ ৫টি ভাষায় পঠনপাঠন এবার ইঞ্জিনিয়ারিং কলেজে....

Last Updated:

National Education Policy : 'শীঘ্রই দেশের ১৪ টি ইঞ্জিনিয়ারিং কলেজে স্থানীয় ভাষায় পঠনপাঠন শুরু করা হবে৷ প্রাথমিকভাবে পাঁচটি আঞ্চলিক ভাষায় পড়াশোনা করতে পারবেন পড়ুয়ারা' : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi) ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
advertisement

এদিন ছিল দ্বিতীয় মোদি সরকারের বহু চর্চিত পদক্ষেপগুলির মধ্যে অন্যতম জাতীয় শিক্ষা নীতি প্রণয়নের প্রথম বর্ষপূর্তি ৷ সেই উপলক্ষে প্রধানমন্ত্রী জানান, তাঁদের সরকারের শিক্ষা নীতি উচ্চশিক্ষায় মাতৃভাষার গুরুত্ব আরও বাড়িয়েছে ৷ ভারতের বিভিন্ন প্রান্ত ও প্রদেশের ছেলেমেয়েরা যাতে নিজেদের ভাষাতেই উচ্চশিক্ষা লাভ করতে পারেন, তা নিশ্চিত করা হয়েছে ৷ মোদি জানিয়েছেন, শীঘ্রই দেশের ১৪ টি ইঞ্জিনিয়ারিং কলেজে স্থানীয় ভাষায় পঠনপাঠন শুরু করা হবে৷ প্রাথমিকভাবে পাঁচটি আঞ্চলিক ভাষায় পড়াশোনা করতে পারবেন পড়ুয়ারা৷ এই ভাষাগুলি হল বাংলা, হিন্দি, তামিল, তেলুগু এবং মারাঠি ৷

advertisement

নয়া শিক্ষা নীতির বর্ষপূর্তিতে মোদি বলেন, ‘‘দেশের যুব সম্প্রদায়কে শক্তিশালী করার ক্ষেত্রে এবং দৃঢ় দেশ গঠনের জন্য জাতীয় শিক্ষা নীতির রূপায়ন একটা বড় পদক্ষেপ ছিল ৷’’ এই সাফল্যের জন্য দেশের সমস্ত শিক্ষক, অধ্যাপক, অধ্যক্ষ এবং সংশ্লিষ্ট নীতি নির্ধারকদের কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি ৷ মোদির মতে, গত এক বছর ধরে এই মানুষগুলো লাগাতার চেষ্টা করেছেন বলেই জাতীয় শিক্ষা নীতিকে সফলভাবে প্রয়োগ করা সম্ভব হয়েছে ৷

advertisement

এই প্রসঙ্গে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) বা কৃত্রিম মেধার প্রয়োগ নিয়েও বেশ কিছুক্ষণ আলোচনা করেন মোদি ৷ আগামী দিনে কৃত্রিম মেধাকে কাজে লাগিয়েই অর্থনীতির উন্নতি ঘটানো সম্ভব হবে বলে আশাপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী ৷ তিনি বলেন, ‘‘এই পদক্ষেপ যুগোপযোগী এবং এর ফলে আজকের তরুণদের ভবিষ্যৎ আরও উজ্জ্বল হবে ৷’’

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

এদিনের অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধানমন্ত্রীর সঙ্গে যোগদান করেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান (Education Minister Dharmendra Pradhan) ৷ পাশাপাশি, কয়েকটি রাজ্যের মুখ্যমন্ত্রীরাও এদিনে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ৷ প্রসঙ্গত, বিরোধীদের তুমুল আপত্তি সত্ত্বেও গত বছর করোনা আবহেই জাতীয় শিক্ষা নীতি কার্যকর করে মোদি সরকার ৷ ১৯৮৬ সালের আইনের বদলে এই নয়া নীতি প্রণয়ন করা হয় ৷ মোদি সরকারের দাবি, ভারতের শিক্ষাব্যবস্থায় প্রয়োজনীয় সংস্কার আনতেই এই পদক্ষেপ করা হয়েছে ৷ যদিও বিরোধীদের অভিযোগ, নয়া শিক্ষা নীতি প্রয়োগ করে শিক্ষার গৈরিকীকরণ ঘটাতে চাইছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার ৷ শিক্ষাবিদ ও সমাজকর্মীদের একটা বড় অংশও একই অভিযোগ তুলেছেন ৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
National Education Policy : বাড়ছে মাতৃভাষার গুরুত্ব! বাংলা-সহ ৫টি ভাষায় পঠনপাঠন এবার ইঞ্জিনিয়ারিং কলেজে....
Open in App
হোম
খবর
ফটো
লোকাল