TRENDING:

ফারুক আবদুল্লাহকে তলব ইডি-র, প্রতিহিংসার অভিযোগ তুলল ন্যাশনাল কনফারেন্স

Last Updated:

২০১৮ সালে ন্যাশনাল কনফারেন্সের এই সাংসদের বিরুদ্ধে জম্মু কাশ্মীর ক্রিকেট সংস্থায় আর্থিক অনিয়মের অভিযোগে চার্জশিট জমা দেয় সিবিআই৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
advertisement

২০১৮ সালে ন্যাশনাল কনফারেন্সের এই সাংসদের বিরুদ্ধে জম্মু কাশ্মীর ক্রিকেট সংস্থায় আর্থিক অনিয়মের অভিযোগে চার্জশিট জমা দেয় সিবিআই৷ ফারুক আবদুল্লাহ ছাড়াও চার্জশিটে আরও তিনজনের নাম ছিল৷ সিবিআই-এর অভিযোগ ছিল, ২০০২ থেকে ২০১১-এর মধ্যে জম্মু কাশ্মীর ক্রিকেট সংস্থায় ৪৩.৬৯ কোটি টাকা নয়ছয় করা হয়েছে৷

ন্যাশনাল কনফারেন্সের এক মুখপাত্র বলেছেন, 'গুপকর ঘোষণার পরই ইডি-র চিঠি এসেছে৷ কাশ্মীরে মানুষের যে জোট তৈরি হচ্ছে, এটা তার বিরুদ্ধে স্পষ্ট রাজনৈতিক প্রতিহিংসা৷' দলের তরফে আরও অভিযোগ করা হয়, নতুন জোটের সঙ্গে রাজনৈতিক ভাবে মোকাবিলা করতে না পেরেই কেন্দ্রীয় এজেন্সির ব্যবহার করছে বিজেপি৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

রাজনৈতিক ভাবে প্রতিদ্বন্দ্বী হলেও ফারুক আবদুল্লাহর পাশে দাঁড়িয়েছেন পিডিপি নেত্রী মেহবুবা মুফতি৷ ট্যুইটারে তিনি লিখেছেন, 'ফারুক সাহেবকে ইডি-র পাঠানো এই আচমকা নোটিস প্রমাণ করে দেয়, জম্মু কাশ্মীরের রাজনৈতিক দলগুলি ঐক্যবদ্ধ হয়ে লড়াই করায় ভারত সরকার কতটা ভয় পেয়ে গিয়েছে৷ রাজনৈতিক প্রতিহিংসা দিয়ে আমাদের অধিকার ফিরে পাওয়ার সম্মিলিত লড়াইকে স্তিমিত করা যাবে না৷'

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
ফারুক আবদুল্লাহকে তলব ইডি-র, প্রতিহিংসার অভিযোগ তুলল ন্যাশনাল কনফারেন্স
Open in App
হোম
খবর
ফটো
লোকাল