আরও পড়ুন Hooghly News: অতিরিক্ত কাজের চাপ দিচ্ছে বস, সোজা কাটারির কোপ ব্যাঙ্ক কর্মীর!
ইয়াভাতমাল থেকে মুম্বাইগামী একটি বিলাসবহুল বাসের একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়৷ এরপর বাসটিতে আগুন ধরে যায়। তথ্য অনুযায়ী, দুর্ঘটনা এতটাই মারাত্মক ছিল যে সংঘর্ষের পর বাসটি ৫০-৬০ ফুট খাদে পড়ে যায়। দুর্ঘটনার পরপরই বাসটিতে আগুন ধরে যায়। তখন বাসে আটকে যাত্রীরা প্রাণ ভয়ে বাঁচাতে বাস থেকে লাফ দেওয়ার চেষ্টা করেন। এভাবে বহু যাত্রী গুরুতর আহত হয়েছেন৷ আহত যাত্রীদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, বাসে প্রায় ৩০ থেকে ৩২ জন ছিলেন।
advertisement
নাসিক পুলিশ জানিয়েছে, শনিবার ভোর ৫.১৫ মিনিটে এই দুর্ঘটনা ঘটে। পথ দুর্ঘটনার পর বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডে এ পর্যন্ত ৮ যাত্রী নিহত হওয়ার খবর নিশ্চিত করা হয়েছে। বলা হচ্ছে, নাসিক-ঔরঙ্গাবাদের পথে এই ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে।