TRENDING:

জানুয়ারি থেকেই শুরু হতে পারে নতুন অর্থবর্ষ

Last Updated:

আর্থিক বছর শুরুর সময় এগিয়ে আনার কথা ভাবছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: নোট বাতিলের বলিষ্ঠ পদক্ষেপ, কেন্দ্রীয় বাজেট পেশের তারিখ বদলের পর আরও এক সনাতনী নিয়মের পরিবর্তন ঘটাতে চলেছে নরেন্দ্র মোদি সরকার ৷ বদলে যাবে অর্থবর্ষ ৷ পরিষ্কার করে বলতে গেলে আর্থিক বছর শুরুর সময় এগিয়ে আনার কথা ভাবছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷
advertisement

বাজেট অধিবেশন পেশ এগিয়ে আনার পর এবার প্রধানমন্ত্রী মোদি চান, বছরের মাঝামাঝি এপ্রিলের বদলে বছরের প্রথম মাস জানুয়ারি থেকেই শুরু হোক নয়া অর্থবর্ষ ৷ সম্প্রতি নীতি আয়োগের বৈঠকে প্রধানমন্ত্রী এমনই ইঙ্গিত দিয়েছেন বলে সূত্রের খবর ৷

মোদির প্রস্তাব, জানুয়ারিতে শুরু করে ডিসেম্বরে শেষ করা হোক অর্থবর্ষ ৷ নয়া প্রস্তাব নিয়ে রাজ্যগুলিরও মতামত চান প্রধানমন্ত্রী ৷ অর্থবর্ষ শুরুর সময় পরিবর্তনের প্রস্তাব নিয়ে সমস্ত দিক খতিয়ে দেখে সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রাক্তন মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা শঙ্কর আচার্যের নেতৃত্বে একটি প্যানেল গঠন করা হয়েছে ৷ এই প্যানেল অর্থবর্ষের তারিখ বদলালে ভারতীয় অর্থনীতি ও তাঁর প্রশাসনিক কাজকর্মে কি প্রভাব পড়তে পারে এবং এই সিদ্ধান্তের পক্ষে বিপক্ষে মতামত নিয়ে কেন্দ্রের কাছে রিপোর্ট পেশ করবে ৷

advertisement

নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান অরবিন্দ পানাগড়িয়া জানান, প্রধানমন্ত্রী অর্থবর্ষ শুরুর সময় বদলের প্রস্তাব দিলেও আগামী অর্থবর্ষ থেকেই তা চালু করা হবে কিনা তা নির্দিষ্ট করে বলা হয়নি ৷ ভারতে ফসল ফলনের সময় অনুসারে অর্থবর্ষের সময় পরিবর্তনের সুপারিশ করা হয়েছে বলে মত পানাগড়িয়ার ৷

অর্থবর্ষ পরিবর্তনের প্রস্তাব বাস্তবায়নের আগে যে বিষয়গুলি নিয়ে আলোচনা চলছে তা হল, কেন্দ্র ও রাজ্যে আয়-ব্যয়ের খতিয়ান, অর্থবর্ষ শুরুর টেকনিক্যাল কাজগুলির সঙ্গে যুক্ত কাজকর্মের প্রভাব, কর ব্যবস্থার ওপর আর্থিক বছরের সময় পরিবর্তনের প্রভাব, অডিট ছাড়াও অর্থনীতির সঙ্গে যুক্ত আরও বিভিন্ন বিষয় খতিয়ে দেখা হচ্ছে ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

উল্লেখ্য, বিশ্বের অধিকাংশ দেশেই অর্থবর্ষ শুরু হয় নতুন বছরের প্রথম দিন অর্থাৎ পয়লা জানুয়ারি থেকে ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রস্তাব বাস্তবায়িত হলে বদলে যাবে ভারতের নতুন অর্থবর্ষ শুরুর তারিখ ৷ বর্তমানে এদেশে পয়লা এপ্রিল থেকে শুরু হয় নয়া আর্থিক বছর ৷

বাংলা খবর/ খবর/দেশ/
জানুয়ারি থেকেই শুরু হতে পারে নতুন অর্থবর্ষ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল