TRENDING:

অসমে NRC নিয়ে বড়সড় ঘোষণা করলেন মোদি

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#শিলচর: অসমে জাতীয় নাগরিকপঞ্জী তালিকা প্রকাশিত হয়েছে ৷ সেই তালিকা থেকে বাদ পড়েছেন ৪০ লক্ষ মানুষ ৷ কিন্তু কোনও ভারতীয় নাগরিকই এই তালিকা থেকে বাদ পড়বেন না ৷ অসমের শিলচরে একটি জনসভা থেকে সাধারণ মানুষকে এভাবেই আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷
advertisement

নাগরিকত্ব সংশোধনী বিল পাশ করাতে তত্‍পর কেন্দ্র ৷ এতে অতীতে বহু সমস্যার সমাধান হবে বলে দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তিনি বলেন, ‘এই বিল কারও ব্যক্তিগত সুবিধার জন্য নয় ৷ অতীতে যে অন্যায় হয়েছে তার সুরাহা মিলবে এই বিল মারফত ৷ কারণ একাধিক ব্যক্তির জীবন এবং অনুভূতি জড়িয়ে রয়েছে এই জাতীয় নাগরিকপঞ্জী তালিকার সঙ্গে ৷’

advertisement

একইসঙ্গে প্রধানমন্ত্রী আরও বলেন, জাতীয় নাগরিকপঞ্জীর জেরে ৪০ লক্ষ মানুষ বাদ পড়েছে ৷ তাঁরা সমস্যার রয়েছেন ৷ কিন্তু আমি সকলকে আশ্বস্ত করছি ৷ কোনও ভারতীয় জাতীয় নাগরিকপঞ্জীর তালিকা থেকে বাদ পড়বে না ৷’

প্রসঙ্গত, অসমে এনআরসি জারির সময়সীমা আরও ছ’মাস বাড়িয়ে দিয়েছে কেন্দ্র ৷ আগামী ৩০ জুন পর্যন্ত সময় দেওয়া হয়েছে ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দিনের আলোয় দেখা যাচ্ছে না রাস্তা, চালকদের বুক ধড়ফড়! দুর্গাপুরের রাস্তায় নতুন বিপদ
আরও দেখুন

দোড়গোড়ায় লোকসভা নির্বাচন ৷ সেই নির্বাচনকে ঘিরেই প্রচার শুরু করে দিল বিজেপি ৷ অসম থেকেই নির্বাচনী প্রচারের ফিঁতে কাটলেন প্রধানমন্ত্রী ৷ আগামী ১০০ দিনে ২০টি রাজ্যে নির্বাচনী প্রচার করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
অসমে NRC নিয়ে বড়সড় ঘোষণা করলেন মোদি