ট্যুইটারে নরেন্দ্র মোদি লেখেন, 'জগদীপ ধনখড়ের আমাদের সংবিধান সম্পর্কে দুর্দান্ত ধারণা রয়েছে৷ আইনসভার বিভিন্ন বিষয় সম্পর্কেও তিনি অভিজ্ঞ৷ আমি নিশ্চিত, রাজ্যসভার চেয়ারম্যান হিসেবে এবং সদনের কাজকে যথাযথ ভাবে এগিয়ে নিয়ে গিয়ে জাতীয় উন্নতির লক্ষ্যপূরণ তিনি করতে পারবেন৷'
আরও পড়ুন: উপরাষ্ট্রপতি পদে বাংলার রাজ্যপাল জগদীপ ধনখড়কে মনোনীত করল বিজেপি!
advertisement
এ দিন বিকেলের পর থেকেই উপরাষ্ট্রপতি পদে জগদীপ ধনখড়ের নাম নিয়ে চর্চা শুরু হয় রাজধানী দিল্লিতে৷ সন্ধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎও করেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল৷ এর কিছুক্ষণ পরেই বিজেপি-র সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা উপরাষ্ট্রপতি পদে জগদীপ ধনখড়ের নাম ঘোষণা করেন৷
২০১৯ সালের মাঝামাঝি সময়ে পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন জগদীপ ধনখড়৷ এর পর বার বারই পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং রাজ্য সরকারের সঙ্গে সংঘাতে জড়িয়েছেন তিনি৷
বিজেপি-র হাতে যা সংখ্যা রয়েছে, তাতে উপরাষ্ট্রপতি পদে জগদীপ ধনখড়ের নির্বাচন এখন সময়ের অপেক্ষা৷ জগদীপ ধনখড়ের বিরুদ্ধে বিরোধীরা কাকে প্রার্থী করেন, সেটাই এখন দেখার৷