রবিবার সকাল সকাল তাক লাগালেন প্রধানমন্ত্রী। চেনা ছকের খানিক বাইরে যেতে দেখা গেল তাঁকে। চিরাচরিত সাজপোশাক ছেড়ে খানিক অন্য ভাবে ধরা দিলেন তিনি। এ ভাবে সচরাচর তাঁকে দেখা যায় না বললেই চলে। পাঞ্জাবি আর বন্ধগলা জ্যাকেট নয়, তাঁর পরনে ছিল ক্যামোফ্লাজ প্রিন্টের টি শার্ট, তার সঙ্গে খাকি রঙের ট্রাউজার্স এবং জ্যাকেট। সেই পোশাকের সঙ্গেই প্রধানমন্ত্রীর মাথায় ছিল মানানসই হ্যাট। পায়ে কালো রঙের জুতো।
advertisement
ব্লেজার থেকে শুরু করে পাঞ্জাবি বা সাধারণ টি শার্ট, যে কোনও ধরনের পোশাকেই বরাবর সাবলীল নরেন্দ্র মোদি। রবিবার কর্ণাটকে তাঁর সাজপোশাক তাক লাগিয়েছে আরও একবার।
আরও পড়ুন: বন্দে ভারতেই বাজিমাত, আসরে খোদ মোদি! যাত্রীদের মুখে হাসি, যাত্রাশুরু আরও ২ এক্সপ্রেসের
আরও পড়ুন: ইডি-সিবিআই মামলায় সুপ্রিম কোর্টে ধাক্কা বিরোধীদের, তীব্র কটাক্ষ মোদির
রবিবার সকালে বন্দিপুর ব্যাঘ্রপ্রকল্প পরিদর্শনের পর থেপ্পাকাডু এলিফ্যান্ট ক্যাম্পেও যাওয়ার কথা প্রধানমন্ত্রীর। যাবেন মুদুমালাই ব্যাঘ্রপ্রকল্পেও। রবিবার মাইসুরুতে 'প্রোজেক্ট টাইগার'-এর ৫০ বছর পূর্তি উপলক্ষে একটি মেগা ইভেন্টে সর্বশেষ বাঘ শুমারির তথ্যও প্রকাশ করবেন তিনি।