১২অগাস্ট রাত ন’টায় ডিসকভারি চ্যানেল সম্প্রচার করতে চলেছে ম্যান ভার্সেস ওয়াইল্ডের নতুন এপিসোড। আর সেই এপিসোডের অতিথি নরেন্দ্র মোদি। বাঘ দিবসে তার টিজারই প্রকাশ করা হল। ১৮০ দেশের মানুষ দেখতে পাবেন ভারতীয় প্রধানমন্ত্রীকে বন্যপ্রাণ নিয়ে প্রচার করতে। টিজারে দেখা যাচ্ছে চিরাচরিত মোদি কোট ছেড়ে ফরম্যালে নরেন্দ্র মোদি।
জঙ্গলে ঘুরতে ঘুরতে কখনও পোকার পেট থেকে নাড়িভুঁড়ি বের করে প্রোটিনের ঘাটতি মেটান তো কখনও আবার খান পিঁপড়ের ডিম ৷ বেয়ার গ্রিলসকে এইধরনের দুঃসাহসিক কাজ করতেই দেখতে অভ্যস্ত দর্শকেরা ৷ নরেন্দ্র মোদির সঙ্গে এই বিশেষ এপিসোড যে বেশ আকর্ষণীয় হতে চলেছে বলাই বাহুল্য ৷ এই এপিসোডে মোদিকে কোন কোন ভূমিকা পালন করতে দেখা যাবে তা নিয়ে অপেক্ষায় উৎসাহী দর্শকেরা ৷
advertisement
চলতি বছরের শুরুতে লোকসভা ভোটের আগে এই এপিসোডের শ্যুটিং হয় ৷ উল্লেখ্য, সেই দিনই পুলওয়ামায় সেনার কনভয়ে বিস্ফোরণের ঘটনা ঘটে ৷ অভিযোগ, মোদি বিস্ফোরণের খবর পাওয়ার পরও শ্যুটিং থামাননি ৷ লোকসভা ভোটে এই অভিযোগকেই হাতিয়ার করে মোদি ও বিজেপিকে আক্রমণ করতে ছাড়েননি বিরোধী শিবির ৷