গত ২২ এপ্রিল পহেলগাঁও আক্রমণের প্রতিশোধ যে ভারত নিয়েছে, তা স্পষ্ট করে দিয়েছেন প্রধানমন্ত্রী। মোদি বলেন, “বিশ্ব এবং দেশের শত্রুরা দেখেছে সিঁদুরের যখন বারুদে পরিণত হয়, তখন কী হয়।” বিকানেরে একটি জনসভায় ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী মোদি পহেলগাঁও সন্ত্রাসী হামলার পর জাতির সংকল্পের কথা স্মরণ করিয়ে দেন।
advertisement
তিনি বলেন, “২২ এপ্রিল সন্ত্রাসীরা আমাদের বোনদের কপাল থেকে সিঁদুর মুছে ফেলেছিল তাদের ধর্ম সম্পর্কে জিজ্ঞাসা করার পর। গুলি পহেলগাঁওতে চালানো হয়েছিল, কিন্তু ১৪০ কোটি ভারতীয় সেই যন্ত্রণা অনুভব করেছিল।”
মোদি জাতীয় সংবেদনশীলতার উপর জোর দিয়ে বলেন, “প্রত্যেক নাগরিক ঐক্যবদ্ধভাবে সংকল্প করেছিল যে, আমরা সন্ত্রাসীদের ধূলিসাৎ করব এবং তাদের অকল্পনীয় শাস্তি দেব। আর তা আমরা দিয়েছি।” বিকানেরে সেনাবাহিনীর উচ্ছ্বসিত প্রশংসা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, “আমাদের মহিলাদের সিঁথির সিঁদুর মুছে দিয়েছে যে পাকিস্তান লালিত জঙ্গিরা তাদের মাটিতে মিশিয়ে দিয়েছে আমাদের সেনাবাহিনী।”
অমৃত ভারত প্রকল্পের অধীনে একাধিক স্টেশন পরিকাঠামোর উদ্বোধনে বৃহস্পতিবার রাজস্থানের বিকানেরে পৌঁছন প্রধানমন্ত্রী মোদি। সেখানেই এক অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ১০৩টি অমৃত রেলওয়ে স্টেশন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ১৮ রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের ৮৬টি জেলায় অবস্থিত এই স্টেশনগুলি ১,১০০ কোটি টাকারও বেশি ব্যয়ে তৈরি করা হয়েছে।