দ্বিতীয় স্থানে থাকা মেক্সিকোর প্রেসিডেন্ট আন্ড্রেজ ম্যানুয়েল লোপেজ ওব্রাডরের থেকে প্রায় দশ শতাংশ বেশি পয়েন্ট পেয়েছেন ভারতীয় প্রধানমন্ত্রী৷
এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন সুইৎজারল্যান্ডের প্রেসিডেন্ট আলিয়ান বারসেট এবং তার পরেই নাম রয়েছে ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দ্য সিলভা৷
আরও পড়ুন: বহিষ্কৃত হয়েছিলেন ইন্দিরাও, মহুয়ার মতোই অতীতে ‘শাস্তি’ পেয়েছেন আরও ১৬ সাংসদ
advertisement
উল্লেখযোগ্য ভাবে এই তালিকায় সপ্তম স্থানে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন৷ তিনি ৪০ শতাংশ রেটিং পেয়েছেন৷ মোট ২২ জন রাষ্ট্রনেতাকে নিয়ে এই সমীক্ষা করেছিল মার্কিন সংস্থাটি৷
সেপ্টেম্বর মাসের ৬ থেকে ১৬ তারিখের মধ্যে এই সমীক্ষাটি করা হয়েছিল৷ এই সমীক্ষায় সমস্ত রাষ্ট্রনেতাদের মধ্যে সবথেকে কম নেতিবাচক রেটিংও পেয়েছেন ভারতীয় প্রধানমন্ত্রী (১৮ শতাংশ)৷ এই সংস্থার আগের সমীক্ষাতেও শীর্ষস্থান দখল করেছিলেন মোদি৷ তিন রাজ্যে ভোটে বিপুল জয়ের পর লোকসভা নির্বাচনের আগে মোদিকে সামনে রেখে প্রচারের আরও একটি অস্ত্র পেয়ে গেল পদ্ম শিবিরও৷