প্রধানমন্ত্রীর কথায়, 'করোনা আমাদের সকলের ধৈর্যের পরীক্ষা নিচ্ছে। মানুষ কতটা কষ্ট সহ্য করতে পারে, তারও পরীক্ষা নিচ্ছে। করোনা অনেকের প্রিয়জনকে কেড়ে নিয়েছে। কিন্তু ভেঙে পড়লে চলবে না। করোনার বিরুদ্ধে লড়াইয়ে আমাদের জিততেই হবে। দেশে করোনা সঙ্কট মোকাবিলা করতে কেন্দ্র ও রাজ্যকে হাতে হাত মিলিয়ে কাজ করতে হবে। প্রত্যেক রাজ্যকে সহযোগিতার আবেদন করছি। কেন্দ্র-রাজ্যকে একসঙ্গে জোট বেঁধে কাজ করতে হবে।'
advertisement
বিজেপি বিরোধী প্রতিটি রাজ্যই ভ্যাকসিন ও অক্সিজেন নিয়ে নরেন্দ্র মোদির সরকারের দিকে আঙুল তুলেছে। যদিও এদিন প্রধানমন্ত্রী দাবি করেছেন, 'আপনারা জানেন রাজ্যে রাজ্যে বিনামূল্য টিকা পাঠিয়েছে কেন্দ্রীয় সরকার। ৪৫-এর ঊর্ধ্বে সকলে তার সুবিধা পাবেন। ১ মে থেকে ১৮-র ঊর্ধ্বে হলেই টিকা পাবেন। করোনার বিরুদ্ধে লড়াইয়ে রাজ্যগুলিকে সবরকমভাবে সাহায্য করছে কেন্দ্র।'
যদিও মোদির 'মন কি বাত' নিয়ে এদিন তীব্র কটাক্ষ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, 'দেশে যখন অক্সিজেনের প্রয়োজন, উনি তখন মন কি বাত করছেন। কেউ শুনতে চাইছে না মন কি বাত। অক্সিজেন দিন। মোদি তো ভাষণ দিয়ে পালিয়ে গেল। ভ্যাকসিন দিল না।'