TRENDING:

Narendra Modi: সকাল সাড়ে নটায় মন্ত্রীদের অফিসে আসতে নির্দেশ, রেল মন্ত্রকে শুরু লেট নাইট শিফট

Last Updated:

সূত্রের খবর, বৈঠকে মন্ত্রীদের প্রধানমন্ত্রী (PM Narendra Modi) বুঝিয়ে দিয়েছেন, যে কোনও মূল্য দেশে করোনার তৃতীয় ঢেউ আটকাতেই হবে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#দিল্লি: রদবদলেই শেষ নয়৷ মন্ত্রিসভা ঢেলে সাজানোর পর এবার মন্ত্রীদের কড়া অনুশাসনে বাঁধলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ সূত্রের খবর, মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে সাক্ষাতে প্রধানমন্ত্রী স্পষ্ট নির্দেশ দিয়েছেন, প্রত্যেককে সকাল সাড়ে ন'টার মধ্যে অফিসে পৌঁছতে হবে৷ শুধু তাই নয়, মন্ত্রিসভায় কেউ জুনিয়র, সিনিয়র বা অধস্তন নন বলেও স্পষ্ট করে দিয়েছেন৷ মন্ত্রীদের নিজেদের পরস্পরের সহকর্মী ভেবে নিয়ে কাজ করার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী৷
advertisement

নরেন্দ্র মোদি সরকার দ্বিতীয় বার ক্ষমতায় আসার ২৬ মাসের মাথায় এই প্রথম মন্ত্রিসভায় বড়সড় রদবদল করা হল৷ বুধবার মন্ত্রীদের শপথগ্রহণ পর্বের পর বৃহস্পতিবার মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী৷ সেখানেই মন্ত্রীদের প্রয়োজনীয় নির্দেশ দেন তিনি৷

সূত্রের খবর, বৈঠকে মন্ত্রীদের প্রধানমন্ত্রী বুঝিয়ে দিয়েছেন, যে কোনও মূল্য দেশে করোনার তৃতীয় ঢেউ আটকাতেই হবে৷ করোনার প্রকোপ কিছুটা কমতেই যেভাবে বিভিন্ন জায়গায় মাস্কহীন অবস্থায় বিপুল সংখ্যক মানুষকে ভিড় করতে দেখা যাচ্ছে, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন নরেন্দ্র মোদি৷ করোনার বিরুদ্ধে লড়াইয়ে ছোট একটা ভুলের যে সুদূরপ্রসারী প্রভাব পড়তে পারে, তা স্পষ্ট করে দিয়েছেন প্রধানমন্ত্রী৷ নতুন শপথ নেওয়া মন্ত্রীদের অন্তত ১৫ অগাস্ট পর্যন্ত দিল্লিতে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে৷

advertisement

প্রধানমন্ত্রীর থেকে এই কড়া বার্তা পাওয়ার পরই বেশ কয়েকজন মন্ত্রীও তাঁদের মন্ত্রকের কর্মসংস্কৃতিতে বদল আনার নির্দেশ দিয়েছেন৷ যেমন নতুন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব মন্ত্রকের অফিসারদের দু'টি শিফটে কাজ করার নির্দেশ দিয়েছেন৷ প্রথম শিফট শুরু হবে সকাল সাতটা থেকে বিকেল চারটে পর্যন্ত৷ আর দ্বিতীয় শিফট চলবে বিকেল তিনটে থেকে রাত বারোটা পর্যন্ত৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

ক্ষুদ্র, ছোট এবং মাঝারি উদ্যোগ মন্ত্রকের দায়িত্ব পাওয়া মন্ত্রী নারায়ণ রানেও বৈঠকে প্রয়োজনীয় ফাইল এবং নথি না নিয়ে আসার জন্য সরকারি আধিকারিকদের ভর্ৎসনা করেন বলে খবর৷

বাংলা খবর/ খবর/দেশ/
Narendra Modi: সকাল সাড়ে নটায় মন্ত্রীদের অফিসে আসতে নির্দেশ, রেল মন্ত্রকে শুরু লেট নাইট শিফট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল