নরেন্দ্র মোদি সরকার দ্বিতীয় বার ক্ষমতায় আসার ২৬ মাসের মাথায় এই প্রথম মন্ত্রিসভায় বড়সড় রদবদল করা হল৷ বুধবার মন্ত্রীদের শপথগ্রহণ পর্বের পর বৃহস্পতিবার মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী৷ সেখানেই মন্ত্রীদের প্রয়োজনীয় নির্দেশ দেন তিনি৷
সূত্রের খবর, বৈঠকে মন্ত্রীদের প্রধানমন্ত্রী বুঝিয়ে দিয়েছেন, যে কোনও মূল্য দেশে করোনার তৃতীয় ঢেউ আটকাতেই হবে৷ করোনার প্রকোপ কিছুটা কমতেই যেভাবে বিভিন্ন জায়গায় মাস্কহীন অবস্থায় বিপুল সংখ্যক মানুষকে ভিড় করতে দেখা যাচ্ছে, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন নরেন্দ্র মোদি৷ করোনার বিরুদ্ধে লড়াইয়ে ছোট একটা ভুলের যে সুদূরপ্রসারী প্রভাব পড়তে পারে, তা স্পষ্ট করে দিয়েছেন প্রধানমন্ত্রী৷ নতুন শপথ নেওয়া মন্ত্রীদের অন্তত ১৫ অগাস্ট পর্যন্ত দিল্লিতে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে৷
advertisement
প্রধানমন্ত্রীর থেকে এই কড়া বার্তা পাওয়ার পরই বেশ কয়েকজন মন্ত্রীও তাঁদের মন্ত্রকের কর্মসংস্কৃতিতে বদল আনার নির্দেশ দিয়েছেন৷ যেমন নতুন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব মন্ত্রকের অফিসারদের দু'টি শিফটে কাজ করার নির্দেশ দিয়েছেন৷ প্রথম শিফট শুরু হবে সকাল সাতটা থেকে বিকেল চারটে পর্যন্ত৷ আর দ্বিতীয় শিফট চলবে বিকেল তিনটে থেকে রাত বারোটা পর্যন্ত৷
ক্ষুদ্র, ছোট এবং মাঝারি উদ্যোগ মন্ত্রকের দায়িত্ব পাওয়া মন্ত্রী নারায়ণ রানেও বৈঠকে প্রয়োজনীয় ফাইল এবং নথি না নিয়ে আসার জন্য সরকারি আধিকারিকদের ভর্ৎসনা করেন বলে খবর৷