গত পাঁচ বছরে বিজেপি সরকার গরিবদের উন্নয়নের জন্য একাধিক পদক্ষেপ নিয়েছে ৷ গ্রামীণ ভারত ও কৃষিক্ষেত্রের একাধিক নতুন প্রকল্প নিয়ে এসেছে কেন্দ্রীয় সরকার বলে সাক্ষাৎকারে জানালেন মোদি ৷
১১ এপ্রিল থেকে শুরু হতে চলেছে লোকসভা নির্বাচন ৷ তার আগে জাতীয়তাবাদ -সহ একাধিক ইস্যু নিয়ে নিউজ ১৮- এ এক্সক্লুসিভ সাক্ষাৎকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৷ জাতীয়তাবাদ নিয়ে বিরোধীদের তোপের মুখে পড়তে হয়েছে প্রধানমন্ত্রীকে ৷ এই বিষয়ে মোদি জানালেন, ‘জাতীয়তাবাদ মানে ভারত মাতার জয় ৷ কিন্তু আমি ভারত মাতার জয় বলছি কিন্তু আমার মাতৃভূমি কষ্টে রয়েছে ৷ তাহলে এটা কেমন জাতীয়তাবাদ ? যদি আমি গরিব মানুষের মাথায় ছাদ করে দেওয়ার ব্যবস্থা করি সেটা কী জাতীয়তাবাদ নয় ? গরিবদের কাছে টাকা না থাকলে এবং বিনা চিকিৎসায় তাদের মৃত্যু হলে সেটা কী জাতীয়তাবাদ ?’
advertisement
তিনি আরও বলেন, ‘জাতীয়তাবাদ কী ? আমি গরিবদের মরতে দেব নাকি আয়ুষ্মান ভারত প্রকল্পের মাধ্যমে তাদের ৫ লক্ষ টাকার সাহায্য পৌঁছে দেব ?’ মোদি আরও বলেন , ‘আমার লক্ষ্য মানুষের জীবনে উন্নয়ন নিয়ে আসা ৷ মানুষকে আরও সুযোগ-সুবিধা দেওয়া তাদের জীবনে পরির্বতন আনার জন্য ৷ এটা আমার কাছে জাতীয়তাবাদ ৷ আর সেক্ষেত্রে আমরা জাতীয়তাবাদী ৷ কোটি কোটি মানুষকে সুবিধা দেওয়ায় আমার কাছে জাতীয়তাবাদ ৷’
এছাড়া তিনি আরও বলেন এই মুহূর্তে দেশের সবচেয়ে বড় ইস্যু হল উন্নয়ন, সঠিক পরিকাঠামো, শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবা ৷ পাশপাশি মধ্যবিত্তের সুরক্ষা দেওয়ার কথাও বলেছেন তিনি ৷