TRENDING:

তুরস্কে বিস্ফোরণ, জি২০ সম্মেলনে সমালোচনায় মোদি

Last Updated:

ব্রিটেন সফর শেষ করে জি২০ সম্মলনে যোগ দিতে শনিবারই তুরস্ক উড়ে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ ব্রিটেনে থাকার সময়ই শুক্রবার রাতের প্যারিস জঙ্গি হামলা নিয়ে সমবেদনা প্রকাশ করেছিলেন তিনি ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#তুরস্ক: তুরস্কতে জি২০ সম্মেলন শুরুর আগেই বিষ্ফোরণে কেঁপে উঠল তুরস্ক ৷ প্যারিসের পর তুরস্কতে জঙ্গি হামলার আবহেই শুরু হল জি২০ শীর্ষ সম্মেলন ৷ সম্মেলনের আলোচনায় স্থান পেল ‘বিশ্ব সন্ত্রাসবাদ’ ৷
advertisement

রবিবারের তুরস্কের আঙ্কারায়, আত্মঘাতী বিস্ফোরণে ৪ পুলিশকর্মী আহত হয়েছেন বলে জানা গিয়েছে ৷ সূত্রের খবর অনযায়ী, ওই জঙ্গিকে ISIS এর সদস্য বলে সন্দেহ করা হচ্ছে  তুরস্কতে এই মুহূর্তে জি-২০ সম্মেলন চলছে ৷ তুরস্কে সম্মেলনের জন্য বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা উপস্থিত রয়েছেন ৷ তাই গতকালের প্যারিস হামলার পর আবার এই বিস্ফোরণে স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে ৷ জি-২০ সম্মেলনে যোগ দিতে তুরস্ক ব্রিটেন সফর শেষে শনিবারই তুরস্ক উড়ে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ ব্রিটেনে থাকার সময়ই শুক্রবার রাতের প্যারিস জঙ্গি হামলা নিয়ে সমবেদনা প্রকাশ করেছিলেন তিনি ৷ সঙ্গে ঘটনাকে তীব্র নিন্দা করে, গোটা বিশ্বকে সন্ত্রাসবাদের মোকাবিলায় এক হওয়ার কথায়ও বলেন মোদি ৷ জি২০ শীর্ষ সম্মেলনে মোদির গলায় শোনা গেল সেই একই সুর ৷ সম্মেলনে যোগ দিয়ে মোদির স্পষ্ট উক্তি, ‘প্যারিসের ঘটনার তীব্র নিন্দা করছি ৷ পুরো ঘটনাটিতে শোকস্তব্দ, প্যারিসের প্রতি গভীর সমবেদনা রয়েছে ৷ তবে এই দুর্দিন থেকে বেরিয়ে ভবিষ্যতের কথা চিন্তা করা উচিত ৷ গোটা বিশ্বকে একসঙ্গে মিলে সন্ত্রাসবাদের মোকাবিলা করা উচিত ৷’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

ভারতীয় সময় রবিবার সকালেই জি২০ সম্মেলনে অংশ নিতে তুরস্কতে পৌঁছন নরেন্দ্র মোদি ৷ প্রাথমিকভাবে, সম্মেলনে বিশ্ব অর্থনীতি, নিরাপত্তা নিয়েই আলোচনার কথা ছিল ৷ কিন্তু প্যারিস জঙ্গি হামলার পরে, সম্মেলনের আলোচনায় জায়গা পায় বিশ্ব রাজনীতি, সন্ত্রাসবাদ ও তার মোকাবিলা ৷

বাংলা খবর/ খবর/দেশ/
তুরস্কে বিস্ফোরণ, জি২০ সম্মেলনে সমালোচনায় মোদি