রবিবারের তুরস্কের আঙ্কারায়, আত্মঘাতী বিস্ফোরণে ৪ পুলিশকর্মী আহত হয়েছেন বলে জানা গিয়েছে ৷ সূত্রের খবর অনযায়ী, ওই জঙ্গিকে ISIS এর সদস্য বলে সন্দেহ করা হচ্ছে তুরস্কতে এই মুহূর্তে জি-২০ সম্মেলন চলছে ৷ তুরস্কে সম্মেলনের জন্য বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা উপস্থিত রয়েছেন ৷ তাই গতকালের প্যারিস হামলার পর আবার এই বিস্ফোরণে স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে ৷ জি-২০ সম্মেলনে যোগ দিতে তুরস্ক ব্রিটেন সফর শেষে শনিবারই তুরস্ক উড়ে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ ব্রিটেনে থাকার সময়ই শুক্রবার রাতের প্যারিস জঙ্গি হামলা নিয়ে সমবেদনা প্রকাশ করেছিলেন তিনি ৷ সঙ্গে ঘটনাকে তীব্র নিন্দা করে, গোটা বিশ্বকে সন্ত্রাসবাদের মোকাবিলায় এক হওয়ার কথায়ও বলেন মোদি ৷ জি২০ শীর্ষ সম্মেলনে মোদির গলায় শোনা গেল সেই একই সুর ৷ সম্মেলনে যোগ দিয়ে মোদির স্পষ্ট উক্তি, ‘প্যারিসের ঘটনার তীব্র নিন্দা করছি ৷ পুরো ঘটনাটিতে শোকস্তব্দ, প্যারিসের প্রতি গভীর সমবেদনা রয়েছে ৷ তবে এই দুর্দিন থেকে বেরিয়ে ভবিষ্যতের কথা চিন্তা করা উচিত ৷ গোটা বিশ্বকে একসঙ্গে মিলে সন্ত্রাসবাদের মোকাবিলা করা উচিত ৷’
advertisement
ভারতীয় সময় রবিবার সকালেই জি২০ সম্মেলনে অংশ নিতে তুরস্কতে পৌঁছন নরেন্দ্র মোদি ৷ প্রাথমিকভাবে, সম্মেলনে বিশ্ব অর্থনীতি, নিরাপত্তা নিয়েই আলোচনার কথা ছিল ৷ কিন্তু প্যারিস জঙ্গি হামলার পরে, সম্মেলনের আলোচনায় জায়গা পায় বিশ্ব রাজনীতি, সন্ত্রাসবাদ ও তার মোকাবিলা ৷