TRENDING:

ED Raid in Jharkhand: ভোটের মাঝেই ঝাড়খণ্ডে উদ্ধার ‘নোটের পাহাড়’! কোন কাণ্ডে মন্ত্রী ঘনিষ্ঠের বাড়িতে ইডির তল্লাশি? এ নিয়ে কী-ই বা বললেন মোদি...

Last Updated:

ঝাড়খণ্ডের গোদার বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে ইডি রেইডের একটি ভিডিও শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘‘৩০ কোটিরও বেশি টাকা উদ্ধার হয়েছে, কাউন্টিং এখনও চলছে৷ আজ, ঝাড়খণ্ডের কোরাপশন কিং হিমন্ত সোরেনের সরকারের মন্ত্রী আলমগীর আলমের ব্যক্তিগত সচিবের বিরুদ্ধে বড় পদক্ষেপ করল ইডি৷’’

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
রাঁচী: ঝাড়খণ্ডে ইডি-র তল্লাশি৷ উদ্ধার কোটি কোটি টাকা৷ আর সেই টাকা উদ্ধারকে সাক্ষী করেই আরও একবার দুর্নীতি দমনে কেন্দ্রের বিজেপি সরকারের ভূমিকা নিয়ে সরব হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ সোমবার ঝাড়খণ্ডের গ্রামীণ উন্নয়নমন্ত্রী আলমগীর আলমের ব্যক্তিগত সচিব সঞ্জীব লালের পরিচারকের বাড়িতে তল্লাশি চালান এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) আধিকারিকেরা৷ তল্লাশিতে উদ্ধার হয় কমপক্ষে ২০ কোটি টাকা৷ তারপর থেকেই হিমন্ত সোরেন ও তাঁর দলের নেতৃত্বাধীন সরকারকে নিশানা করছেন বিজেপি রাজ্য তথা কেন্দ্রীয় নেতারা৷
advertisement

এদিন ওড়িশার নবরঙ্গপুরে একটি প্রচারসভা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ প্রচারসভায় বক্তৃতার সময় তাঁর মুখে উঠে আসে ঝাড়খণ্ডের টাকা উদ্ধার প্রসঙ্গ৷

আরও পড়ুন:‘মেয়েদের প্ল্যান করে অপমান করেছে,’ সন্দেশখালি নিয়ে ফের তোপ! NRC প্রসঙ্গেও মানুষের মতামত জানতে চাইলেন মমতা

মোদি বলেন, ‘‘আজ ঝাড়খণ্ড মে নোটো কা পাহাড়া মিল রাহা হ্যায়৷ মোদি ইস টেকিং অ্যাকশন এগেইস্ট কোরাপশন৷ (আজ ঝাড়খণ্ডে নোটের পাহাড় উদ্ধার হচ্ছে৷ দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে মোদি৷)’’

advertisement

advertisement

ঝাড়খণ্ডের গোদার বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে ইডি রেইডের একটি ভিডিও শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘‘৩০ কোটিরও বেশি টাকা উদ্ধার হয়েছে, কাউন্টিং এখনও চলছে৷ আজ, ঝাড়খণ্ডের কোরাপশন কিং হিমন্ত সোরেনের সরকারের মন্ত্রী আলমগীর আলমের ব্যক্তিগত সচিবের বিরুদ্ধে বড় পদক্ষেপ করল ইডি৷’’

আরও পড়ুন: ‘মাত্র ২০০০ টাকায় বিক্রি করেছে…,’ সন্দেশখালির ভাইরাল ভিডিও নিয়ে এবার বিস্ফোরক অভিষেক, যা বললেন

advertisement

যদিও আলমগীর আলমের দাবি, তাঁর কাছে এ বিষয়ে কোনও সরকারি তথ্য নেই৷ তিনি টেলিভিশন দেখেই যা জেনেছেন৷ তবে সঞ্জীব লাল তাঁর প্রশাসন নিযুক্ত আপ্ত সহায়ক৷ তিনি জানান, সঞ্জীব লাল একজন সরকারি কর্মী, তাঁর আগে আরও দুই মন্ত্রীর সচিব ছিলেন তিনি৷

সেরা ভিডিও

আরও দেখুন
প্রয়োজন পড়বে না পুকুর বা জলাশয়ের দুরন্ত পদ্ধতিতেই মাছের ব্যবসা করলেই আয় হবে লক্ষাধিক
আরও দেখুন

জানা গিয়েছে, বিভিন্ন গ্রামীণ উন্নয়নমূলক প্রকল্পে আর্থিক দুর্নীতি এবং লুটের অভিযোগে গত বছরের ফেব্রুয়ারিতেই এক সরকারি ইঞ্জিনিয়ারকে গ্রেফতার করে ইডি৷ সেই সূত্রেই এদিনের এই তল্লাশি৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
ED Raid in Jharkhand: ভোটের মাঝেই ঝাড়খণ্ডে উদ্ধার ‘নোটের পাহাড়’! কোন কাণ্ডে মন্ত্রী ঘনিষ্ঠের বাড়িতে ইডির তল্লাশি? এ নিয়ে কী-ই বা বললেন মোদি...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল