বিরোধীরা যখন বিজেপি-কে হারানোর জন্য জোট বাঁধছে, তখন ২০২৪-এর আগে তাঁর সরকারের আমলে হওয়া উন্নয়নকেই হাতিয়ার করার জন্য পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ প্রধানমন্ত্রী বলেন, আমাদের শুধু উন্নয়নের উপরেই জোর দিতে হবে এবং উন্নয়নকে মানুষের কাছে নিয়ে যেতে হবে৷ তৃতীয় এনডিএ সরকারের আমলে ভারত পৃথিবীর তৃতীয় বৃহত্তম অর্থনীতি হয়ে উঠবে৷
advertisement
একই সঙ্গে বিজেপি যে প্রতিহিংসাপরায়ণ নয়, তাও বোঝানোর চেষ্টা করেছেন প্রধানমন্ত্রী৷ নরেন্দ্র মোদি মনে করিয়ে দিয়েছেন, সারাজীবন কংগ্রেস করলেও প্রণব মুখোপাধ্যায়কে ভারত রত্ন দিয়েছিল তাঁর সরকার৷ আবার মুলায়ম সিং যাদব, শরদ পাওয়ারের মতো বিরোধী শিবিরের নেতাদেরও সম্মানিত করা হয়েছে৷
তিনি আরও দাবি করেছেন, এনডিএ-র জন্য আগে দেশ, পরে রাজনীতি৷ প্রধানমন্ত্রী বলেন, যখন আমরা বিরোধী পক্ষ ছিলাম তখনও আমরা ধ্বংসাত্মক রাজনীতি করিনি অথবা ক্ষমতা দখলের জন্য বিদেশি শক্তির সাহায্য নিইনি৷ আমরা জনমতকে সম্মান দিয়েছি৷
বিজেপি-র দাবি, এনডিএ-র এ দিনের বৈঠকে ৩৮টি দল হাজির ছিল৷ এর মধ্যে রয়েছে সদ্য বিভক্ত হয়ে যাওয়া এনসিপি-র অজিত পাওয়ার গোষ্ঠীর নেতারা৷ এ ছাড়াও এআইডিএমকে, তামিল মানিলা কংগ্রেস, শিবসেনার একনাথ শিন্ডে শিবিরের মতো দলগুলি৷ এ ছাড়াও এনডিএ-তে যোগ দিয়েছেন লোক জনশক্তি পার্টির নেতা চিরাগ পাসওয়ান৷