অতীতের সব রেকর্ড ভেঙে এবারই বিহারে বিধানসভা ভোটে সবথেকে বেশি আসনে জয়ী হয়েছে বিজেপি এবং এনডিএ৷ ১০১টি আসনে লড়ে বিজেপি একক ভাবে ৯০টির বেশি আসনে জয় কার্যত নিশ্চিত করে ফেলেছে৷ সামগ্রিক ভাবে এনডিএ জোট এগিয়ে দুশোর বেশি আসনে৷ এই ফলাফলে উদ্ধুদ্ধ হয়েই বাংলা দখলের হুঙ্কার ছেড়েছেন মোদি৷
আগামী বছরই পশ্চিমবঙ্গ সহ বেশ কয়েকটি রাজ্যে ভোট রয়েছে৷ সেই প্রসঙ্গ টেনেই প্রধানমন্ত্রী বলেন, আজকের এই জয় কেরল, তামিলনাড়ু, পুদুচেরী, অসম এবং বাংলার বিজেপি নেতাকর্মীদেরও নতুন করে উৎসাহিত করেছে৷ গঙ্গা মা-ও বিহার হয়ে বাংলাতেই যায়৷ বিহার বাংলার বিজয়ের পথ প্রশস্ত করেছে। বাংলার মানুষদের আশ্বস্ত করছি, এবার বাংলা থেকেও জঙ্গলরাজকে উপড়ে ফেলবে বিজেপি৷
advertisement
এ দিন বিহারে বিজেপি এবং এনডিএ-এর একতরফা জয়ের আভাস পাওয়ার পর থেকেই বাংলা দখলের হুঙ্কার ছাড়তে শুরু করেন বিজেপি নেতারা৷ তৃণমূল কংগ্রেসের অবশ্য পাল্টা দাবি, বিহারের ফল বাংলায় কোনও প্রভাব ফেলবে না৷ বাংলার রাজনৈতিক পরিস্থিতি সম্পূর্ণ আলাদা বলেই দাবি করেছে তৃণমূল নেতৃত্ব৷
এ দিন বিহারের ফল নিয়ে বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেসকেই সবথেকে বেশি কটাক্ষ এবং আক্রমণ করেছেন প্রধানমন্ত্রী৷ কটাক্ষের সুরেই তিনি বলেন, আমি এর আগেও কংগ্রেসের সহযোগীদের সাবধান করেছিলাম। যে কংগ্রেস পরজীবী। কংগ্রেস সহযোগীদের ভোট কেটে নিজে ফেরত আসার চেষ্টা করছে৷ আজ আরজেডি বিহারে চুপ করে গিয়েছে৷ দু’পক্ষের ঝগড়া এবার প্রকাশ্যে আসতে চলেছে খুব তাড়াতাড়ি৷ আমার তো আশঙ্কা, আগামী দিনে কংগ্রেসের আরও বড় একটা না বিভাজন হয়৷ কংগ্রেস একবার ক্ষমতা থেকে গেলে আর ফেরেনি। লোকসভা নির্বাচনের পর ৬টি বিধানসভা নির্বাচনে কংগ্রেস ১০০-র ঘর পেরোয়নি। আজ একটি নির্বাচনে আমাদের যতজন বিধায়ক জয়ী হয়েছেন কংগ্রেস ৬টা বিধানসভা মিলিয়ে ততগুলি আসন জেতেনি৷
মোদি দাবি করেন, আগামী ৫ বছরে বিহার আরও দ্রুত গতিতে এগোবে। বিহারে বিনিয়োগ আসবে। তরুণ প্রজন্মের কাজ হবে। পর্যটনের বিকাশ হবে।
