TRENDING:

Narendra Modi Birthday: 'বিশ্বের সবচেয়ে জনপ্রিয় জননেতা', ৭৩-র জন্মদিনে নরেন্দ্র মোদিকে শুভেচ্ছা দ্রৌপদী মুর্মু থেকে অমিত শাহর

Last Updated:

Narendra Modi Birthday: ১৭ সেপ্টেম্বর, ২০২৩ রবিবার ৭৩- এ পা রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ প্রধানমন্ত্রী জন্মদিন উপলক্ষ্যে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু থেকে অমিত শাহ এবং অন্যান্যরা৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: ১৭ সেপ্টেম্বর, ২০২৩ রবিবার ৭৩- এ পা রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ প্রধানমন্ত্রী জন্মদিন উপলক্ষ্যে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন গোটা দেশবাসী৷ প্রতিবছরই নিজের জন্মদিনের দিন সমস্ত দেশবাসীর উদ্দেশ্যে কোনও না কোনও বড় উদ্যোগ নেন প্রধানমন্ত্রী৷ চলতি বছরের দিল্লির যশভূমি কনভেনশন সেন্টারের উদ্বোধন করবেন তিনি৷
১৩ বছর গুজরাতের মুখ্যমন্ত্রী থাকাকালীন নরেন্দ্র মোদি একদিনও ছুটি নেননি। এমনকী তাঁর ব্যক্তিগত সহায়কের সংখ্যাও কখনই তিনের বেশি হয়নি।
১৩ বছর গুজরাতের মুখ্যমন্ত্রী থাকাকালীন নরেন্দ্র মোদি একদিনও ছুটি নেননি। এমনকী তাঁর ব্যক্তিগত সহায়কের সংখ্যাও কখনই তিনের বেশি হয়নি।
advertisement

প্রধানমন্ত্রী জন্মদিন উপলক্ষ্যে শুভেচ্ছার বন্যা বইছে সোশ্যাল মিডিয়ায়৷ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু প্রধানমন্ত্রী মোদিকে শুভেচ্ছা জানিয়েছেন এবং তাঁর অধীনে একটি ‘সুদূরপ্রসারী দৃষ্টিভঙ্গি এবং শক্তিশালী নেতৃত্ব’ কামনা করেছেন। ট্যুইটারে তিনি বলেছেন, ‘আমি কামনা করি আপনার সুদূরপ্রসারী দৃষ্টিভঙ্গি এবং শক্তিশালী নেতৃত্বের মাধ্যমে আপনি পথ প্রশস্ত করবেন। ‘অমৃত কাল’-এ ভারতের সামগ্রিক উন্নয়নের পথ। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে আপনি সর্বদা সুস্থ এবং সুখী থাকুন এবং আপনার আশ্চর্যজনক নেতৃত্বে দেশবাসীর উপকার করতে থাকুন।’ দেখে নিন ট্যুইটটি,

advertisement

আরও পড়ুন- এই বিশেষ ধাতুর গণেশ বাড়িতে আনলেই দূর হবে অভাব-অনটন! রাতারাতি বড়লোক হবেন

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রধানমন্ত্রী মোদিকে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন,’নেতৃত্ব, সংবেদনশীলতা এবং কঠোর পরিশ্রমের একটি বিরল সংমিশ্রণ মোদীজির মধ্যে দেখা যায়৷’ তিনি আরও বলেন, ‘নরেন্দ্র মোদি জি দেশের চিন্তার স্কেল এবং আকার পরিবর্তন করেছেন, যার কারণে করোনার ভ্যাকসিন তৈরি হোক বা চন্দ্রযান-৩-এর সাফল্য, আজ আমাদের তেরঙ্গা সারা বিশ্বে গর্বের সঙ্গে উড়ছে৷’

advertisement

আরও পড়ুন- দুঃসংবাদ! ছেড়ে চলে গেল আদরের বোন, প্রিয়জনকে হারিয়ে শোকে পাথর ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক

বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা প্রধানমন্ত্রীকে জন্মদিনে একরাশ অভিনন্দন জানিয়েছেন। ট্যুইটারে শুভেচ্ছা জানিয়ে ‘বিশ্বের সবচেয়ে জনপ্রিয় জননেতা’ বলে তকমা দিয়েছেন৷ তিনি ট্যুইটে লেখেন, আপনি ভারতীয় সংস্কৃতির বৈশ্বিক প্রতিপত্তি, জনগণের বহুমাত্রিক উন্নয়ন এবং জাতির সর্বজনীন অগ্রগতিকে সুনির্দিষ্ট আকার দিয়েছেন। আমাদের ‘অন্ত্যোদয়’ নীতি আজ দেশের প্রতিটি গ্রামে এবং সমাজের প্রতিটি বিভাগে পৌঁছেছে এবং ‘উন্নত ভারতের’ সংকল্প পূরণের মন্ত্র হয়ে উঠেছে৷ আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে ভারতীয় জনতা পার্টির সমস্ত কর্মী সর্বদা আপনার নেতৃত্ব গ্রহণ করতে পারে৷’

কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন এবং তাকে ‘ভারতের সফল এবং কঠোর পরিশ্রমী প্রধানমন্ত্রী’ বলেছেন। তিনি শুধু ভারতকে নতুন পরিচয় দেননি, ‘সারা বিশ্বে এর মর্যাদাও বাড়িয়ে দিয়েছেন৷’

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

গোটা দেশ জুড়ে তাঁর জন্মদিন পালনে বিজেপি একাধিক কর্মসূচীর আয়োজন করেছে৷ নমো বিকাশ সেবা দিবস হিসেবে দিনটি উদযাপন করছে বিজেপি৷

বাংলা খবর/ খবর/দেশ/
Narendra Modi Birthday: 'বিশ্বের সবচেয়ে জনপ্রিয় জননেতা', ৭৩-র জন্মদিনে নরেন্দ্র মোদিকে শুভেচ্ছা দ্রৌপদী মুর্মু থেকে অমিত শাহর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল