TRENDING:

‘রাজীব গান্ধি দুর্নীতিগ্রস্ত ছিলেন’, বোফোর্স নিয়ে রাহুলকে কটাক্ষ মোদির

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#লখনউ: রাজীব গান্ধি ছিলেন এক নম্বরের দুনীর্তিগ্রস্ত ! বোফর্সের প্রসঙ্গে তুলে শনিবার উত্তরপ্রদেশে এ ভাষাতেই রাহুল গান্ধিকে আক্রমণ করলেন নরেন্দ্র মোদি ৷
advertisement

বোফর্সের কথা তুলে এদিন রাহুল গান্ধিকে মোদি বলেন, ‘আপনার বাবা তাঁর পারিপার্শ্বিক মানুষদের কাছে ‘মিস্টার ক্লিন’ হতে পারেন, কিন্তু তাঁর জীবন শেষ হয়েছে দুর্নীতিগ্রস্ত নম্বর ওয়ান হয়ে।’ আশির দশকে বোফর্স কেলেঙ্কারির কথা সামনে আসে। ১৯৯১ সালে রাজীব গান্ধির মৃত্যু হয় ৷

সেরা ভিডিও

আরও দেখুন
শেষ সুবর্ণ সুযোগ! হাতছাড়া হলে কেঁদে কুল পাবেন না...
আরও দেখুন

মোদির একথা উত্তর রাহুল অবশ্যও দিয়েছেন ট্যুইটারে, মোদির জনসভার এই উক্তি প্রসঙ্গে সম্প্রতি ট্যুইট করে মোদিকে একহাত নিলেন রাহুল গান্ধি ৷ ট্যুইটে মোদিকে লিখলেন, ‘লড়াইটা শেষ ৷ অপেক্ষা করুন আপনার কর্মফলের ৷ আপনার নিজস্ব ভাবনা চিন্তাকে আমার বাবার নামে চালানোর চেষ্টা করবেন না ৷ এই ধরণের রাজনীতি আপনাকে বাঁচাতে পারবে না ! ’

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
‘রাজীব গান্ধি দুর্নীতিগ্রস্ত ছিলেন’, বোফোর্স নিয়ে রাহুলকে কটাক্ষ মোদির