নয়াদিল্লির প্রগতি ময়দানে ইন্ডিয়া ট্রেড প্রমোশন অর্গানাইজেশন বা আইটিপিও-র নতুন মেলা প্রাঙ্গনের উদ্বোধন করে গিয়ে এ দিন প্রধানমন্ত্রী দাবি করেন, তাঁর নেতৃত্ব তৃতীয় বার কেন্দ্রে সরকার গঠন হলেই ভারত বিশ্বের তিনটি বৃহত্তম অর্থনীতির মধ্যে জায়গা করে নেবে৷
আরও পড়ুন: অনাস্থা প্রস্তাব গ্রহণ স্পিকারের, হার অনিবার্য জেনেও কেন মোদি সরকারের শক্তি পরীক্ষায় বিরোধীরা?
advertisement
নরেন্দ্র মোদি বলেন, ‘আমাদের প্রথম সরকারের আমলে ভারতীয় অর্থনীতি দশম স্থানে ছিল৷ দ্বিতীয় বারের মেয়াদ চলাকালীন ভারত বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি হয়ে উঠেছে৷ আমাদের সরকারের যা ট্র্যাক রেকর্ড, তাতে আমাদের সরকার তৃতীয় বার ক্ষমতায় এলে ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হয়ে উঠবে৷ এটা মোদির গ্যারান্টি৷ আমি দেশবাসীকে আশ্বস্ত করছি, ২০২৪-এর পর ভারতের উন্নয়ন আরও গতি পাবে৷ আমার সরকারের তৃতীয় আমলে আপনারা দেখবেন নিজেদের স্বপ্নপূরণ হচ্ছে৷’
প্রধানমন্ত্রী দাবি করেন, নতুন বিমানবন্দর নির্মাণ, নতুন এক্সপ্রেসওয়ে, রেল রুট, সেতু, হাসপাতাল তৈরির ক্ষেত্রে তাঁর সরকারের আমলে যা কাজ হয়েছে তা নজিরবিহীন৷ নরেন্দ্র মোদির আরও দাবি, ‘গত পাঁচ বছরে ১৩.৫ কোটি মানুষ দারিদ্র্য কাটিয়ে উঠেছে৷ আন্তর্জাতিক সংস্থাগুলিও স্বীকার করছে, ভারতে চরম দারিদ্র্য প্রায় মুছে যাওয়ার মুখে৷ এর থেকেই প্রমাণিত হয় যে গত ৯ বছরে যে সিদ্ধান্ত এবং নীতিগুলি প্রণয়ন করা হয়েছে তা দেশকে সঠিক পথেই নিয়ে যাচ্ছে৷’