গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ চাদোরা এলাকায় তল্লাশি চালিয়ে এই ৬ জনকে গ্রেফতার করেছে। সবচেয়ে অবাক করা বিষয়, জঙ্গিদের থেকে উদ্ধার করা হয়েছে চাইনিজ পিস্তল। চিনা অস্ত্রের সরবারহ কোত্থেকে করা হয়েছে, তাই নিয়ে ধন্দে রয়েছে পুলিশ। এছাড়া এদের থেকে উদ্ধার করা হয়েছে একটি হ্যান্ড গ্রেনেড, ১ লক্ষ ৫৫ হাজার টাকা ও প্রচুর পরিমাণ হেরোইন। পুলিশ জানিয়েছে, এর ফলে জঙ্গিদের সঙ্গে মাদক পাচারকারিদের যোগ স্পষ্ট হয়।
advertisement
কাশ্মীরের একটা বড় অংশ জুড়ে শেষ কয়েকদিন ধরে জঙ্গি সাফাই অভিযান চালাচ্ছে ভারতীয় সেনা। সোমবারই ১৩ জঙ্গিকে নিকেশ করেছে সেনা। তার মধ্যেই এই গ্রেফতারির ঘটনা। পুলিশ জানিয়েছে, মুদাস্সির ফায়াজ, শাবির গণি, সাগির আহমেদ, ইশক ভাট ও আর্শিদ ঠোকের নামে পাঁচজন সদস্যের বিষয়ে আগে থেকেই খবর ছিল পুলিশের কাছে। আরও একজনকে গ্রেফতার করেছে পুলিশ কিন্তু সে নাবালক। তাই তার পরিচয় প্রকাশ করা হয়নি।