TRENDING:

১২টি বিধানসভা নির্বাচনের পরও নাগাল্যান্ডে নির্বাচিত হননি কোনও মহিলা বিধায়ক!

Last Updated:

১২টি বিধানসভা নির্বাচনের পরও নাগাল্যান্ডে নির্বাচিত হননি কোনও মহিলা বিধায়ক!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
 #কোহিমা: নাগাল্যান্ড পৃথক রাজ্য হিসেবে স্বীকৃতি পাওয়ার পর কেটে গিয়েছে ৫৪ বছর ৷ রাজ্য গঠনের পর ১২বার বিধানসভা নির্বাচন হয়েছে কিন্তু আশ্চর্যের বিষয় একবারও কোনও মহিলা বিধায়ক নির্বাচিত হননি ৷ ইতিহাস কি বদলাবে ২০১৮ বিধানসভা নির্বাচনে?
advertisement

বিধানসভার ৬০টি আসন দখলে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছে ১৯৫ জন প্রার্থী ৷ তার মধ্যে পাঁচ জন মহিলা প্রার্থী ৷ এদের মধ্যে ডিমাপুর-III ও নোকসেন বিধানসভা কেন্দ্র থেকে ন্যাশনাল পিপল পার্টির টিকিটে লড়ছেন ওয়েডি-ইউ ক্রোনু এবং মানজ্ঞানপুলা ৷ তুয়েনসাঙ সর্দার-II কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন রাখিলা ৷

ন্যাশনাল ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ পার্টির হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন আরেক মহিলা প্রার্থী আওয়ান কোনইয়াক ৷ তিনি আবোই কেন্দ্রের প্রার্থী ৷ শিজামি কেন্দ্র থেকে নির্দল প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন রেখা রোজ ডুকরু ৷ ক্ষমতায় থাকা নাগা পিপল ফ্রন্ট কোনও মহিলা প্রার্থীকে ভোটের টিকিট দেয়নি ৷

advertisement

রাখিলা ছাড়া বাকি চারজনই ভোটের ময়দানে নতুন ৷ নাগা পিপল ফ্রন্টের প্রধান শুরহোযেলি লাইজিয়েতসু জানিয়েছেন, তাদের পার্টির কোনও মহিলা সদস্যই ভোটে লড়তে আগ্রহী নন ৷

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

৫৪ বছর পর কি নাগাল্যান্ডে তৈরি হবে নয়া ইতিহাস? উত্তর মিলবে কিছুদিনের মধ্যেই ৷ বহুদিন ধরে চলা ৬০ সদস্য বিশিষ্ট নাগাল্যান্ড বিধানসভা নির্বাচনে ভোটগ্রহণ হবে ২৭ ফেব্রুয়ারি ৷ ফলাফল ৩ মার্চ ৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
১২টি বিধানসভা নির্বাচনের পরও নাগাল্যান্ডে নির্বাচিত হননি কোনও মহিলা বিধায়ক!