নাগাল্যান্ডে জনসংখ্যার ৮৮ শতাংশই খ্রীস্টান ৷ সম্প্রতি সেখানকার সংবাদ মাধ্যম Wethenagas ট্যুইট করে জানায়, ‘নাগাল্যান্ডে ক্ষমতায় এলে খ্রিস্টানদের ফ্রি-তে জেরুজালেম ঘোরানোর প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি ৷’ সংবাদ সংস্থা UNI-এর দাবি, নির্বাচনে জিতলে শুধু নাগাবাসী খ্রিস্টানরাই বিনামূল্যে জেরুজালেম ঘোরার সুযোগ পাবেন ৷
বিজেপির এই পদক্ষেপকে কটাক্ষ করে AIMIM নেতা আসাদুদ্দিন ওয়াইসি বলেছেন, ভোটের প্রয়োজন থাকলে বিজেপি হজের ভর্তুকিও পুনর্বহাল করত ৷
advertisement
বর্তমানে নাগাল্যান্ডে ক্ষমতায় রয়েছে নাগা পিপলস ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স অফ নাগাল্যান্ড ৷ এতে সমর্থন রয়েছে বিজেপির ৷ নাগাল্যান্ডে আভ্যন্তরীণ বিবাদের কারণে নির্বাচন পিছিয়ে দেওয়ার দাবি উঠেছিল ৷ কিন্তু সেসব বিতর্ক পিছনে ফেলে উত্তর-পূর্বে এই রাজ্যে সঠিক সময়েই হচ্ছে নিবার্চন ৷
ফেব্রুয়ারি মাসের ২৭ তারিখ নাগাল্যান্ডে ভোটগ্রহণ ৷ ২০১৮-এর বিধানসভা নির্বাচন পর্ব শেষে ফলপ্রকাশ ৩ মার্চ ৷ সেদিনই জানা যাবে ৬০ আসনের নাগাল্যান্ড বিধানসভায় বিজয়ী হয়ে সরকার গড়ল কোন দল ৷