নরেন্দ্র মোদি অ্যাপ ৷ এতেই ফাঁদ পেতেছে আমেরিকান সংস্থা ক্লেভার ট্যাপ ৷ আর তা নিয়েই বিজেপি-কংগ্রেস তরজা তুঙ্গে ৷ অনুমতি ছাড়াই ব্যক্তিগত তথ্য ফাঁসের অভিযোগ উঠেছে নরেন্দ্র মোদি অ্যাপের বিরুদ্ধে ৷ ইতিমধ্যেই #DeleteNaMoApp ইস্যুতে প্রতিবাদ জানাতে ময়দানে নেমেছেন কংগ্রেস নেতারা ৷ এবার সেই প্রতিবাদেই সামিল হয়েছেন রাহুল গান্ধি ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করে টুইট করেন তিনি ৷
কংগ্রেস সভাপতির টুইটের পরই তাঁকে একহাত নিলেন কেন্দ্রীয় মন্ত্রী কেজে আলফনস ৷ তিনি বলেন, ‘ সাদা চামড়ার লোকেদের সামনে নগ্ন হতে লজ্জা নেই ৷ আমেরিকায় যেতে হলে ভিসার জন্য ব্যক্তিগত তথ্য দিতে হয় ৷ এমনকী, হাতের ছাপও দিতে হয় ৷ কিন্তু দেশের সরকার যদি নাম এবং ঠিকানা চায়৷ তাতেই ব্যক্তিগত তথ্যে হস্তক্ষেপ করার অভিযোগে বিপ্লব শুরু হয় ৷’
২০১৯ লোকসভা নির্বাচন যাতে কোনওভাবেই প্রভাবিত না হয় সেই কারণে বিজেপি এবং কংগ্রেস দুই যুযুধান রাজনৈতিক দলই তৎপর ৷ কারণ ইতিমধ্যেই কেমব্রিজ অ্যানালিটিকা সংস্থার সঙ্গে নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ উঠেছে ৷ ভোটে জিতে মার্কিন প্রেসেডেন্টের দায়িত্ব পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প ৷ সেই নির্বাচনে নাকি প্রভাব খাটিয়েছিল এই সংস্থাটি ৷ বিজেপির অভিযোগ, কংগ্রেসের সঙ্গে যোগসাজস রয়েছে কেমব্রিজ অ্যানালিটিকা সংস্থার ৷ তাই নমো অ্যাপের নিরাপত্তা ত্রুটি নিয়ে আদাজল খেয়ে ময়দানে নেমেছে কংগ্রেস ৷ ২০১৯ সালের লোকসভা নির্বাচন যাতে কোনওভাবেই অ্যাপ মারফত প্রভাবিত না হয় সেই কারণেই তৎপর দুই রাজনৈতিক দল ৷