কানহাইয়ার জন্য অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থাও করা হবে ৷ কিন্তু পাতিয়ালা কোর্টে জামিনের আবেদন করে কানহাইয়া বলেন, ‘আমি একজন ভারতীয় ৷ সংবিধানের উপর যতটা আছে, ততটাই আস্থা আছে দেশের বিচার ব্যবস্থার উপর৷ আমার বিরুদ্ধে প্রমাণ পেলে আমাকে জেলে দিন ৷ আমার প্রাণ রক্ষা করুন ৷ ’
আদালতে কানহাইয়া পা রাখতেই উত্তাল হয়ে উঠেছিল পাতিয়ালা কোর্ট চত্বর ৷ আইনজীবীদের একাংশ চড়াও হয়েছিল কানহাইয়ার উপর ৷ কানহাইয়াকে মারধোরেও সামিল হন আইনজীবীরা ৷ পরিস্থিতি জটিল বুঝেই বুধবার শুনানি স্থগিত করে দেয় সুপ্রিম কোর্ট ৷ অবস্থা নিয়ন্ত্রণে আনতে আদালত চত্বরে পৌঁছায় সেনাবাহিনীও ৷ শেষমেশ পাটিয়ালা কোর্টের নির্দেশ অনুযায়ী, ১৪ দিনের জেল হেফাজতে রাখার সিদ্ধান্ত নেয় দিল্লি পুলিশ ৷ শুধু তাই নয়, কানহাইয়াকে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা দেওয়ার নির্দেশও দেয় পাতিয়ালা কোর্ট ৷ অন্যদিকে পাতিয়ালা কোর্টের অশান্তি রিপোর্ট জমা দিল বিশেষ কমেটি ৷ এই বিষয়ে বৃহস্পতিবার শুনানি হবে সুপ্রিম কোর্টে ৷
advertisement