TRENDING:

করোনার আবহেই বিশ্ব জুড়ে শুরু হতে চলেছে পবিত্র রমজান মাস, দেখুন কবে থেকে শুরু

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: বিশ্ব আজ ভাল নেই । কঠিন অসুখে জর্জরিত গোটা পৃথিবী। কিন্তু যতই বিপদ আসুক থেমে থাকে না মানুষের জীবন, থেমে থাকে না কোনও কাজ, থেমে থাকে না বহু বছর ধরে চলে আসা রীতি-নীতি, ধর্মীয় অনুষ্ঠান। করোনাকে রুখতে হয়তো কিছু কাজ বন্ধ রাখতে বাধ্য হয়েছি আমরা, কিন্তু তারপরেও এখনও বেঁচে আছে আশা, স্বপ্ন, বেঁচে আছে মানুষের বিশ্বাস।
advertisement

দেখতে দেখতে এসে পড়েছে বছরের সেই শুভ দিনগুলোও । শুরু হতে চলেছে পবিত্র রমজান মাস। ২৮-৩০ দিন পর্যন্ত চলে এই রমজান। মুসলিম ধর্মাবলম্বী মানুষরা এই গোটা মাস নির্জলা উপবাস করেন সারা দিন । রাতে নামাজ পড়ে খান একবার ।

আগামী বৃহস্পতিবার, ২৩ এপ্রিল সৌদি আরবে রমজানের চাঁদ দেখা গেলে ২৪ এপ্রিল থেকে রমজানের সূচনা হবে । চাঁদ দেখার পর সেই দিন ভোররাতে সোহরি খেতে হয় । তারপর দিন থেকে রমজানের রোজা শুরু হয় । মধ্যপ্রাচ্যের দেশগুলিতে রোজা ২৪ এপ্রিল থেকে শুরু হলে প্রাচ্যের দেশগুলিতে ২৫ এপ্রিল শুরু হবে রোজা । এক দেশে চাঁদ দেখা দিলে তা সব দেশের চাঁদ বলে বিবেচিত হয় না। এটাই শরিয়তের সিদ্ধান্ত।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

এ বছর করোনার আবহে রমজান পালনে বেশকিছু নিষেধাজ্ঞা জারি হয়েছে বিশ্ব জুড়েই । যেমন, রমজানের নামাজের জন্য জমায়েত করা যাবে না, নামাজ পড়তে হবে ঘরে বসেই। তবুও সমস্ত সর্তকতার মধ্যেই চলছে প্রস্তুতি পর্ব।

বাংলা খবর/ খবর/দেশ/
করোনার আবহেই বিশ্ব জুড়ে শুরু হতে চলেছে পবিত্র রমজান মাস, দেখুন কবে থেকে শুরু
Open in App
হোম
খবর
ফটো
লোকাল