হনুমান মন্দির তৈরির জন্য নিজের এক কোটি টাকার জমি দান করলেন বাশা। বেঙ্গালুরুর মায়লাপুরাতে এনএইচ-৭৫ রোডের ধারে একটি হনুমান মন্দির আছে। এই মন্দিরের সামনে প্রতি বছর উৎসব হয়। মেলা হয়। বহু মানুষ আসেন। কিন্তু রাস্তার ধারে ছোট্ট জমিতে এই মন্দির থাকায় মানুষের অসুবিধা হয়। তাছাড়া মন্দিরটিও ভগ্নপ্রায়। এই অবস্থা চোখে পড়তেই বেঙ্গালুরুর ব্যবসায়ী বাশা সাহায্যের হাত বাড়িয়ে দেন। এই জমির পাশের বাশার বেশ কয়েক বিঘা জমি রয়েছে। রাস্তার ধারে জমি হওয়ায় বেশ দাম সেই জমির। চাইলে চড়া দামে এই জমি তিনি বেঁচে দিতে পারতেন। কিন্তু তা না করে নিজের দেড় বিঘা জমি হনুমান মন্দিরকে দান করেন তিনি। যার দাম ১ কোটি টাকা।
এরপর গ্রামের মানুষ ও ওই মন্দিরের ট্রাস্ট মিলিত ভাবে বাশা ও তাঁর স্ত্রীর ছবি মন্দিরের সামনে টানিয়ে দেন। গ্রামে সকলের মুখে মুখে এখন শুধু বাশার কথাই ঘুরছে। নতুন জমিতে ইঁট গাঁথা হয়ে গিয়েছে। মন্দির তৈরিতেও টাকা দিয়ে সাহায্য করছেন বাশা। এই ঘটনা জানাজানি হতেই সকলে বলা শুরু করেছেন একেই বলে হিন্দু মুসলিম ভাই ভাই। ভারতবর্ষের মতো দেশেই শুধু মাত্র এই ভালোবাসা ও শ্রদ্ধা দেখা যেতে পারে। সব ধর্মের প্রতি সকলের শ্রদ্ধাই তো একতার আসল পরিচয়। সত্যিই নজির গড়েছেন বাশার।
