TRENDING:

জমিজমা বেচে সলমনের কারণে পথে বসল এই ব্যক্তি, কারণ জানলে অবাক হবেন

Last Updated:

কিন্তু যতই বড় ফ্যান হোক না কেন,  মোরাদাবাদ ইউসুফের মত ফ্যান হওয়া মুখের কথা নয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মোরাদাবাদ: বলিউডের ভাইজান ওরফে সলমন খানের ফ্যানের অন্ত নেই। কিন্তু যতই বড় ফ্যান হোক না কেন,  মোরাদাবাদ ইউসুফের মত ফ্যান হওয়া মুখের কথা নয়। নিজের ভাইজানকে দেখার জন্য বিয়ে করা তো দূরের কথা,  ইচ্ছে পূরণ করতে নিজের সমস্ত সম্পত্তি বিক্রি করে ফেলেছেন এই ৩৮ বছরের ব্যক্তি ।
advertisement

অত্যন্ত গরীব বাড়ির ছেলে ইউসুফ। ছোটবেলা থেকেই তাঁর একমাত্র ভালবাসা সলমন। জীবনে শুধু একটিবার সলমনের সঙ্গে দেখা করতে চান ইউসুফ।  নিজের যে টুকু জমি জমা ছিল তা বেচে দিয়ে সলমনের সঙ্গে দেখা করার জন্য ইতিমধ্যেই মুম্বাইয়ের টিকিট কেটে নিয়েছেন তিনি। তবে কবে কোথায় সলমনের সঙ্গে দেখা হবে,   তা এখনও ঠিক হয়নি। কিন্তু ভাইজানের সঙ্গে দেখা হলেই নিজের কিছু মূল্যবান জিনিস সলমন কে অবশ্যই দেখাতে চান সলমনের এই ভক্তটি।

advertisement

আরও পড়ুন: Himalayan Griffon Vulture: শৈত্যপ্রবাহের সঙ্গে হাজির তুষারের এই পাখিও, এই ভিডিও দেখে সকলেই অবাক

মোরাদাবাদের মাঝোলা থানা এলাকার মঙ্গুপুরার বাসিন্দা ইউসুফ সালমানের প্রায় সমস্ত  ছবিই কয়েকশো বার দেখে নিয়েছেন। এই জেলার প্রেক্ষাগৃহগুলি থেকেও এমন প্রমানপত্র দেওয়া হয়েছে ইউসুফকে। এ ছাড়া ডায়েরি লিখতেও ভিষণ পছন্দ করেন ইউসুফ যাতে সলমানের ছবির পাশে নিজের আবেগ উজার করে সলমন সম্পর্কে একাধিক কথা লিখে রেখেছেন তিনি।

advertisement

তাঁর জীবনে সলমনের স্থান কেউ নিতে পারবে না এমনই দাবি করেছেন এই সলমন পাগল ভক্ত। সেই জন্যই বয়স হয়ে গেলেও বিয়ে করছেন না তিনি।  ইউসুফের মতে,  বিয়ে করলেই তাঁর মনে অন্য কেউ জায়গা করে নেবে এবং সলমনের প্রতি তাঁর ভালবাসা কমে যাবে। তাই কোনওদিন বিয়েও করতে চান না ইউসুফ।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে ইউসুফ বলেন, ' আমার হিরো সলমন খান অত্যন্ত উদার একজন মানুষ। বহু মানুষের উপাকার করেছেন ভাইজান এমনকী  ফুটপাথের মেয়েকেও বোন সম্মোধন করে বিয়ে দিয়েছেন তিনি।বহু অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন এই অভিনেতা।  আমার দৃষ্টিতে তাঁর মতো অভিনেতা নেই, হবেও না।

advertisement

আরও পড়ুন: Joshimath Sinking Updates: উদ্ধারকাজে দেরি, যোশীমঠে বিপদ বাড়ছে আরও, এখন কেমন পরিস্থিতি

সলমনের এই ভক্তটি আরও জানিয়েছেন, সলমন যতক্ষণ আছেন, ততক্ষণ আমি আছি। সলমনের কিছু হলে আমিও বেঁচে থাকব না।'

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

নিজের জমি-জমা বিক্রি করে প্রায় ৫ লক্ষ টাকা পেয়েছেন এই সলমনপ্রেমী ইউসুফ। আগামী ২১ শে জানুয়ারি রওনা হচ্ছেন মুম্বাইয়ের উদ্দেশ্যে। তবে কবে, কোথায় ভাইজানের সঙ্গে দেখা করতে পারবেন তা এখনও জানেন না এই ভক্ত। নিজের শেষ সম্পদটুকুও বেচে এমন অদ্ভুত সলমন প্রেম দেখে তাজ্জব হয়েছেন অনেকেই।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
জমিজমা বেচে সলমনের কারণে পথে বসল এই ব্যক্তি, কারণ জানলে অবাক হবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল