ট্যুইটারে যেমন ট্রোলড হয়েছেন ডেজি, তেমনই তৈরি হয়েছে একের পর এক মেম । আর যা ভাইরাল তাতে যে নেটিজেনদের উত্সাহ থাকবেই । সেই সুযোগই লুফে নিল মুম্বই পুলিশ ।
তথ্যচুরি নিয়ে নেটিজেনদের সতর্ক করতে ডেজি-র এই ভাইরাল সংলাপ ব্যবহার করল মুম্বই পুলিশ । ডেজি-র মুখের সংলাপ এখানে ''মাই ডেটা ইজ মাই ডেটা, নান অফ ইয়োর ডেটা ।'' অথাত্, আমার তথ্য আমার, তোমার কোনও অধিকার নেই তাতে ।
advertisement
সেই সঙ্গেই রয়েছে মেসেজ, নিজের তথ্য শেয়ার করার আগে সতর্ক থাকো । যাতে জীবনের সুরক্ষার 'রেস'-এ কেউ তোমাকে পিছনে ফেলে দিতে পারে ।
আগামী ১৫ জুন ইদে মু্ক্তি পাচ্ছে রেমো ডি'সুজা পরিচালিত রেস থ্রি । ছবিতে রয়েছেন সলমন খান, জ্যাকলিন ফার্নান্ডেজ, অনিল কাপুর, ডেজি শাহ, ববি দেওল ও সাকিব সেলিম ।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 23, 2018 1:32 PM IST