পুলিশ সূত্রে খবর, ইগো মিডিয়া প্রাইভেট লিমিটেডের ডিরেক্টর ভবেশ ভিন্ডে। আসলে ১২০×১২০ মাপের ওই বেআইনি হোর্ডিংটি ছিল ভবেশের সংস্থারই। এদিকে চলতি বছরের গোড়ার দিকে মুলুন্ড থানায় ভবেশের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ (ধর্ষণের জেরে শাস্তি) ধারার অধীনে মামলা দায়ের হয়েছিল। তবে সেই মামলায় আগাম জামিনে ছাড় পায় ওই ব্যক্তি। তার লিগ্যাল টিমের দাবি, ভবেশের বিরুদ্ধে ওই মামলা মিথ্যা।
advertisement
পুলিশ জানিয়েছে যে, ৫১ বছর বয়সী ভবেশ ভিন্ডে এবং অন্যদের বিরুদ্ধে পন্ত নগর থানায় অপরাধমূলক হত্যাকাণ্ড এবং ভারতীয় দণ্ডবিধির অন্যান্য প্রাসঙ্গিক ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।
মূল অভিযুক্তের বিরুদ্ধে ইতিমধ্যেই মোট ২১টি অজ্ঞাত অভিযোগ ঝুলছে। আর প্রতিটিই কোনও অনুমোদন ছাড়া ব্যানার লাগানোর অভিযোগ। এই মামলাগুলি মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন আইনের ৩২৮ (ছাড়পত্র ছাড়া হোর্ডিং লাগানো) এবং ৪৭১ (জরিমানা) ধারার অধীনে রুজু হয়েছে। এছাড়া ২০০৯ সালের মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের সময় মুলুন্ড থেকে নির্দল প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করার সময় ওই ব্যক্তি এই অভিযোগগুলির পাশাপাশি তার নির্বাচনী হলফনামায় চেক বাউন্সিং সম্পর্কিত দু’টি অপরাধ ঘোষণা করেছিলেন।
আরও পড়ুন: পৃথিবীর একমাত্র প্রাণী, যার মৃত্যু নেই! নামটা জানেন? তাজ্জব হয়ে যাবেন নিশ্চিত!
তবে এখন ভবেশ ভিন্ডে পলাতক। মুম্বই পুলিশ কমিশনার বিবেক ফনসলকর নিশ্চিত করে জানিয়েছেন যে, এই ঘটনার জন্য যারা দায়ী, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন (বিএমসি)-র তরফে জানানো হয়েছে যে, হোর্ডিং ভেঙে পড়ার ঘটনাস্থল অর্থাৎ জিআরপি ল্যান্ডের বাকি বিলবোর্ডগুলিও নামিয়ে ফেলা হবে।
পুরসভার তরফে আগে জানানো হয়েছিল যে, নির্দিষ্ট ওই হোর্ডিং বসানোর জন্য তারা ইগো মিডিয়া প্রাইভেট লিমিটেডকে একটা নোটিস পাঠিয়েছিল। এক সিনিয়র আধিকারিক বলেন, এন-ওয়ার্ডের অ্যাসিস্ট্যান্ট মিউনিসিপ্যাল কমিশনার ওই বিজ্ঞাপন সংস্থাকে হোর্ডিং সরানোর জন্য নোটিস পাঠিয়েছিলেন। কিন্তু তা সত্ত্বেও কোনও সাড়া মেলেনি।
পুর আধিকারিকরা জানিয়েছেন যে, বিলবোর্ড ভেঙে পড়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৪ হয়েছে। আর আহত হয়েছেন প্রায় ৭৫ জন। ঘটনাস্থলে উদ্ধারকার্য শেষ হয়েছে। মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে সোমবার রাতের দিকে ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছিলেন। শহরের সমস্ত হোর্ডিংয়ের স্ট্রাকচারাল অডিটের নির্দেশ দিয়েছেন তিনি। ঘটনায় মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা সাহায্য দেওয়া হবে।