নিখোঁজ ওই চিকিৎসকের নাম ওঙ্কার কাভিৎকে৷ তিনি মুম্বাইয়ের জে জে হাসপাতালের চিকিৎসক ছিলেন৷ গত ৭ জুলাই রাতে হাসপাতাল থেকে নিজের গাড়ি নিয়ে বেরিয়ে যান তিনি৷ এর পর নিজের মাকে ফোন করেন ওঙ্কার৷ রাত ৯.৪৩ মিনিট নাগাদ পুলিশের কন্ট্রোল রুমে খবর আসে, মুম্বাই এবং নবি মুম্বাইয়ের সংযোগকারী অটল সেতু থেকে ঝাঁপ দিয়েছেন এক ব্যক্তি৷ পরে জানা যায়, গাড়ি থামিয়ে সেতু থেকে ঝাঁপ দিয়েছেন ৩২ বছর বয়সি ওই চিকিৎসক৷
advertisement
ঘটনাস্থলে পৌঁছে একটি ফাঁকা গাড়ি এবং আই ফোন উদ্ধার করে পুলিশ৷ গাড়ির নম্বরের সূত্র ধরেই ওই চিকিৎসকের পরিচয় জানতে পারে পুলিশ৷ এর পর থেকেই পুলিশ এবং উপকূলরক্ষী বাহিনী মিলে তল্লাশি শুরু করলেও ওই চিকিৎসকের খোঁজ মেলেনি৷ নিখোঁজ চিকিৎসকের সম্পর্কে কোনও খোঁজ পেলে জানানোর জন্য সাধারণ মানুষের কাছেও আবেদন করেছে পুলিশ৷
(DISCLAIMER:This news piece may be triggering. If you or someone you know needs help, call any of these helplines: Aasra (Mumbai) 022-27546669, Sneha (Chennai) 044-24640050, Sumaitri (Delhi) 011-23389090, Cooj (Goa) 0832- 2252525, Jeevan (Jamshedpur) 065-76453841, Pratheeksha (Kochi) 048-42448830, Maithri (Kochi) 0484-2540530, Roshni (Hyderabad) 040-66202000, Lifeline 033-64643267 (Kolk