১০০ কোটি টাকারও বেশি পারিবারিক ব্যবসা ও সম্পত্তি রয়েছে তাঁর। কিন্তু সব কিছু ত্যাগ করে শনিবার আনুষ্ঠানিকভাবে সন্ন্যাসজীবন বেছে নিয়েছেন তিনি। হয়ে গেলেন একজন জৈন সাধু।
তবে, গত দু’বছর পৈতৃক ব্যবসা আর চার্টার্ড অ্যাকাউনটেন্ট (সিএ) হিসেবে চাকরি করে বেশ অর্থ কামিয়েছেন মোক্ষেশ। করেছেন বিলাসবহুল জীবনযাপন। তবে ভোগের জীবনে যেন আর ভালো লাগছে না তাঁর। তাই সিদ্ধান্ত নিয়ে সব ছেড়েছুড়ে দিয়ে হয়েছেন সন্ন্যাসী।
advertisement
মোক্ষেশের চাচা গিরীশ শেঠ জানিয়েছেন, মুম্বইয়ের প্রভাবশালী ব্যবসায়ী সন্দীপ শেঠের বড় ছেলের (মোক্ষেশ) সন্ন্যাসী হওয়ার পর তার নতুন নাম হয়েছে, 'করুণাপ্রেমবিজয়জি'। মোক্ষেশের পরিবার ছিল গুজরাটের বনাসকাঁঠা জেলার বনসকন্থা শহরের বাসিন্দা। পরে তারা চলে আসেন মুম্বইয়ে। ভারতের 'বাণিজ্য নগরী'তে অ্যালুমিনিয়ামের বিশাল ব্যবসা রয়েছে মোক্ষেশের পরিবারের ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 21, 2018 6:23 PM IST