গোটা ঘটনা জানাজানি হওয়ার পর ওই দুই অভিযুক্তকে গ্রেফতার করছে ভারসি থানার পুলিশ । দুই অভিযুক্তের নাম মকসুদ আনসারি (৪৫) এবং আসিফ মেনন (১৮) । পুলিশ সূত্রে খবর, ওই দুই অভিযুক্ত নিজেদের ভবিষ্যৎদৃষ্টা বলে পরিচয় দিয়েছিল । তারা ওই কিশোরের পূর্ব-পরিচিত । আনসারি ও আসিফ ওই কিশোরকে জানায়, তার বাবা-মা বিপদে পড়তে চলেছেন । সেই বিপদ কাটাতে কালা জাদু করতে হবে । আর এই পুজোপাঠের জন্য চাই প্রচুর টাকা ।
advertisement
বাবা-মা’কে বাঁচাতে আনসারি ও আসিফের কথায় রাজি হয়ে যায় ওই কিশোর । নিজের বাড়ি থেকেই ১৫ লাখ টাকার গয়না চুরি করে সে । তারপর সেই গয়না তুলে দেয় দুই অভিযুক্তের হাতে । দুই অভিযুক্ত ওই কিশোরকে তাদের কথা মতো কাজ করতে বাধ্য করে । তাকে কয়েকটি লেবু দিয়ে বলা হয় বাবা-মা’র ঘরে সেটি রাখতে । শুধু তাই নয় এই ঘটনার কথা কাউকে না জানাতে বলা হয় । ধীরে ধীরে বাড়ির সমস্ত গয়না চুরি করে দুই অভিযুক্তের হাতে তুলে দেয় ওই কিশোর । ঘটনাটি বাড়ির লোকের চোখে পড়ে ফেব্রুয়ারির ১০ তারিখে । দেখা যায়, লকারে গয়নার বদলে একটি লেবু রাখা আছে । সেই চুরির ঘটনার তদন্তে নেমে পুলিশ গোটা বিষয়টি জানতে পারে ।