সম্প্রতি পাঁচ কোটি টাকার একটি নীল ল্যাম্বার্জিনি গাড়ির ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বিতর্কের মুখে পড়েছেন প্রতীক ৷ ব্লু বোল্ট হ্যাসট্যাগ দিয়ে তিনি ছবিটি পোস্ট করেন ৷ আসন্ন নির্বাচনে সামজবাদী পার্টির টিকিটে নির্বাচন লড়ছেন প্রতীকের স্ত্রী অর্পণা ৷ লখনউ ক্যান্টনমেন্ট নির্বাচনে লড়বেন অর্পণা ৷ বিলাসবহুল এই গাড়ি নিয়ে বিতর্কের ঝড় উঠতেই, প্রতীক নিজের সাফাইয়ে জানিয়েছে তিনি লোনে গাড়িটি কিনেছেন ৷ প্রতীকের রিয়্যাল এস্টেটের ব্যবসা রয়েছে বলে জানা গিয়েছে ৷ তিনি জানান, ‘আমি যদি পাঁচ কোটি টাকার প্রোপার্টি কিনতাম তাহলে কেউ কিছু বলত না ৷’ তিনি স্পষ্ট জানিয়ে দেন, ‘আমার রিয়্যাল এস্টেট ও জিমের ব্যবসা রয়েছে ৷ আমি যদি ৫ কোটি টাকার গাড়ি কিনে থাকি তাতে কার কী সমস্যা ?এতে বির্তকের কী আছে ?’
advertisement
তিনি আরও জানান, ১০ বছর আগে প্রথম এই গাড়িটি তিনি লন্ডনে দেখেন ৷ তখনই ঠিক করে নেন যে একদিন এই গাড়িটি তিনি কিনবেন ৷ জীবন একটাই তাই সমস্ত স্বপ্নপূরণ করার চেষ্টা করা উচিৎ ৷’
প্রতীক জানিয়েছেন, ‘নির্বাচনে অপর্ণার জয় নিয়ে তিনি নিশ্চিত ৷ তিনি অনেক কাজ করেছেন সাধারণ মানুষের জন্য ৷’ যাদব পরিবারের ২২ জন সদস্য ইতিমধ্যেই রাজনাতির সঙ্গে যুক্ত হয়েছেন ৷ প্রতীক রাজনীতির বিষয়ে জানান, ‘রাজনীতি নিয়ে আমার কোনওদিনই আগ্রহ নেই ৷ আমি আমার ব্যবসা নিয়ে ব্যাস্ত রয়েছি৷ রাজনীতিতে যোগ দেওয়ার ইচ্ছে থাকলে ২০১০ সালেই তা করতে পারতাম ৷’
সপা ও কংগ্রেসের জোট নিয়ে তিনি বলেন, ‘নির্বাচনে সংখ্যাগরিষ্টতা নিয়ে ক্ষমতায় আসবে জোট ৷ কমপক্ষে ২৫০ -এর বেশি সিট নিয়ে সরকার গড়বে সপা ও কংগ্রেস ৷ ’