TRENDING:

আইপিএলে বাংলার ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার! দিল্লির জার্সিতে আগুন ঝরাতে চান মুকেশ

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বাংলার আইপিএল ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার
দিল্লির জার্সিতে প্রমাণ করতে মরিয়া মুকেশ
দিল্লির জার্সিতে প্রমাণ করতে মরিয়া মুকেশ
advertisement

পরিশ্রম করলে স্বপ্ন সফল হয়। কিন্তু এভাবে মুকেশ কুমারের স্বপ্নটা বিশাল সাফল্য লাভ করবে তিনি নিজেও হয়তো বুঝতে পারেননি।বাবা ট্যাক্সি চালাতেন, নিলামে বাংলার সবচেয়ে দামি ক্রিকেটার মুকেশ, ভাঙলেন সৌরভের রেকর্ডও।তাঁকে ৫ কোটি ৫০ লাখ টাকায় কিনে নিয়েছে দিল্লি ক্যাপিটালস।

পুরনো লড়াই ভুলে যাননি

সৌরভ গঙ্গোপাধ্যায়কেও ছাপিয়ে গেলেন তিনি। আইপিএলে সর্বাধিক ৪ কোটি ৩৭ লক্ষ টাকা পেয়েছিলেন সৌরভ। মুকেশের কাছে ভারতীয় ক্রিকেট দলে ঢোকার এই যাত্রাপথ একেবারেই সহজ ছিল না। সেই পুরনো স্মৃতিই খানিকটা রোমন্থন করেন এখনকার বাংলার ক্রিকেট কর্তারা।

advertisement

ওয়াকার ইউনূসকে মুগ্ধ করেন

মুকেশ পাকিস্তান ক্রিকেট দলের কিংবদন্তী পেসার ওয়াকার ইউনিসকে মুগ্ধ করেছিলেন। গোপালগঞ্জের বাসিন্দা। মুকেশের বাবা চাইতেন যে তাঁর ছেলে যেন সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সে যোগ দেন।

সেনায় যোগ দিতে চেয়েছিলেন

তিনবার চেষ্টা করলেও শেষপর্যন্ত তিনি সফল হতে পারেননি। অনূর্ধ্ব ১৯ পর্যায়ে বিহারের হয়ে প্রতিনিধিত্বও করেছেন। ছোট বেলায় স্বপ্ন দেখতেন আর্মিতে যোগ দেওয়ার।

advertisement

জীবন বদলে দিল ২০১৫ সাল

২০১৫ সালে বাংলার সিনিয়র দলে সুযোগ পান মুকেশ। বাংলার হয়ে ধারাবাহিকভাবে দুরন্ত বোলিং করা পুরস্কার পান তিনি। নিউজিল্যান্ড ‘‌এ’‌ দলের বিরুদ্ধে বেসরকারি টেস্টে ভারতীয় ‘‌এ’‌ দলে নির্বাচিত হন। প্রথম টেস্টে তুলে নেন ৫ উইকেট।

লক্ষ্মণের কাছে কৃতজ্ঞ

ইরানি কাপেও প্রথম ইনিংসে ৪ উইকেট তুলে নিয়েছেন। ভারতীয় ‌‘‌এ’‌ দলের কোচ ভিভিএস লক্ষ্মণের কাছে কৃতজ্ঞ মুকেশ। একসময় তিনি বাংলার ব্যাটিং পরামর্শদাতা ছিলেন। তাঁর পরামর্শ কাজে লেগেছে বলে জানান।

advertisement

ইরানি এবং বিজয় হাজারেতে সাফল্য

শিবপুর ক্লাবে খেলতেন তিনি। ২০১৫-১৬ রঞ্জি ট্রফিতে ৩০ অক্টোবর তার প্রথম-শ্রেণীর অভিষেক হয়। ২০১৫-১৬ বিজয় হাজারে ট্রফিতে ১৩ ডিসেম্বর ২০১৫-এ তার লিস্ট এ অভিষেক হয়।

জাতীয় দল বেশি দূরে নয়

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

২০১৫-১৬ সৈয়দ মুশতাক আলি ট্রফিতে ৬ জানুয়ারী ২০১৬-এ তার টি-টোয়েন্টি অভিষেক হয়। ২০২২ সালের ডিসেম্বরে, শ্রীলঙ্কার বিরুদ্ধে তাদের টি২০ আন্তর্জাতিক (টি২০আই) সিরিজের জন্য ভারতীয় ক্রিকেট দলে তার প্রথম ডাক পান।প্রথম শ্রেনির ক্রিকেটে (এই ম্যাচ ধরে) ৩৪ ম্য়াচে মুকেশের ঝুলিতে ১৩০ উইকেট। ইনিংসে ৫-এর অধিক উইকেট নিয়েছেন ৬ বার। বিয়েটাও সেরে ফেলেছেন মুকেশ।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
আইপিএলে বাংলার ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার! দিল্লির জার্সিতে আগুন ঝরাতে চান মুকেশ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল