তিনি শাস্ত্রীয় নৃত্যকলায় পারদর্শী এক শিল্পী৷ রাধিকা নৃত্য শিক্ষা পূর্ণ করে তাঁর পরবর্তী পদক্ষেপ হিসাবে ‘অরঙ্গেত্রম’ অনুষ্ঠান করেন কয়েকদিন আগেই৷ সেই অনুষ্ঠানের ভিডিও প্রকাশ্যে আসে৷ সেখানে দেখা গিয়েছে তাঁর অপূর্ব নৃত্যকৌশল৷
গত ৫ জুন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর মুকেশ আম্বানি এবং তাঁর স্ত্রী নীতা আম্বানির আয়োজিত অনুষ্ঠান উপলক্ষে 'জিও ওয়ার্ল্ড সেন্টার'-এ তারকার সমাবেশ ঘটেছিল। নৃত্যশিল্পী রাধিকা মার্চেন্ট প্রথম বার মঞ্চে নিজের নৃত্য অনুষ্ঠান নাচ করেন।
advertisement
ব্যবসায়ী বীরেন মার্চেন্ট এবং শৈলা মার্চেন্টের বড় কন্যা রাধিকা ভারতনাট্যম নৃত্যকৌশল প্রথম বার দর্শকদের সামনে তুলে ধরলেন। আম্বানি পরিবারের ছোট পুত্র অনন্ত আম্বানির বাগদত্তা রাধিকা। এই অনুষ্ঠান আয়োজনের মূল আয়োজক ছিল আম্বানি পরিবার এবং মার্চেন্ট পরিবার।
আরও পড়ুন - আম্বানি পরিবারে বিয়ের সানাই, ছোট ছেলে অনন্তর সঙ্গে রাধিকার বাগদান
আরও পড়ুন - ফিরে দেখা, সপরিবার আম্বানি, উপস্থিত রণবীর, জাহিরও, দেখুন রাধিকার নৃত্যানুষ্ঠানের ছবি
অনিল আম্বানি, টিনা আম্বানি, মুকেশ আম্বানি, নীতা আম্বানি, তাঁদের বড় পুত্র আকাশ আম্বানি এবং তাঁর স্ত্রী শ্লোক মেহতা ভারতীয় পোশাকে উপস্থিত হয়েছিলেন রাধিকার অনুষ্ঠানে। হাজির হয়েছিলেন বলিউডের তারকারাও। সলমন খান, আমির খান, রণবীর সিং।
তা ছাড়া প্রাক্তন ক্রিকেটার জাহির খান এবং তাঁর স্ত্রী সাগরিকা ঘাটগেও রাধিকার নাচ দেখতে গিয়েছিলেন। ধীরুভাই আম্বানি নামাঙ্কিত স্কোয়ার পেরিয়ে 'দ্য গ্র্যান্ড থিয়েটার'-এ পা রেখেছেন অতিথিরা। প্রত্যেক অতিথিকে সাদরে অভ্যর্থনা জানিয়েছে আম্বানি এবং মার্চেন্ট পরিবার। দেখে নিন সেই অনুষ্ঠানের একটি ভিডিও৷