TRENDING:

Mukesh Ambani: ' সন্ত্রাসবাদ মানবতার শত্রু, মুম্বইয়ে রিলায়েন্সের হাসপাতালে আহতদের বিনামূল্যে চিকিৎসা',শোকার্ত মুকেশ আম্বানি

Last Updated:

Mukesh Ambani: '২২ এপ্রিল পহেলগাঁওয়ে ঘটে যাওয়া ভয়ানক সন্ত্রাসবাদী হামলায় নিরীহ ভারতীয়দের মৃত্যুর ঘটনায় আমি এবং গোটা রিলায়েন্স পরিবার শোকার্ত। নিহতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাই'

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
গুজরাত: মঙ্গলবার জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় ভয়াবহ জঙ্গি হামলায় অন্তত ২৬ জন পর্যটকের মৃত্যু হয়েছে! মর্মান্তিক এই ঘটনায় গোটা দেশ মায় বিশ্ব স্তম্ভিত,শোকার্ত, প্রতিশোধের অণল জ্বলছে গনগনিয়ে।
Mukesh Ambani, Chairman and Managing Director of Reliance Industries
Mukesh Ambani, Chairman and Managing Director of Reliance Industries
advertisement

রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ-এর চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর মুকেশ আম্বানি জানান, ” ২২ এপ্রিল পহেলগাঁওয়ে ঘটে যাওয়া ভয়ানক সন্ত্রাসবাদী হামলায় নিরীহ ভারতীয়দের মৃত্যুর ঘটনায় আমি এবং গোটা রিলায়েন্স পরিবার শোকার্ত। নিহতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাই। আহত সকলের দ্রুত এবং সম্পূর্ণ সুস্থতা কামনা করছি। মুম্বইয়ে আমাদের রিলায়েন্স ফাউন্ডেশনের স্যার এইচ. এন. হাসপাতাল আহতদের সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা প্রদান করবে। সন্ত্রাসবাদ মানবতার শত্রু। একে কোনওভাবেই সমর্থন করা উচিত নয়। আমরা মাননীয় প্রধানমন্ত্রী, ভারত সরকার এবং সমগ্র দেশের সঙ্গে সন্ত্রাসবাদের বিরুদ্ধে এই কঠোর লড়াইয়ে পাশে আছি।”

advertisement

অন্যদিকে, ভারত প্রত্যেক জঙ্গিকে চিহ্নিত করে, তাদের ধরে, যোগ্য শাস্তি দেবে৷ পহেলগাঁওয়ের জঙ্গি হামলার পরে বিহারের মধুবনিতে একটি জনসভায় বক্তৃতা করতে গিয়ে জঙ্গি হামলার পরে প্রথম প্রতিক্রিয়া জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ এদিন বক্তৃতার শুরুতেই জঙ্গি হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ২ মিনিটের নীরবতা পালন করেন প্রধানমন্ত্রী৷ বিহারের মধুবনীতে জাতীয় পঞ্চায়েতি রাজ ডে উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এদিন বক্তৃতা করেন মোদি৷ এদিন ভাষণ দেওয়ার মাঝে হিন্দি থেকে ইংরেজি ভাষাতেও বক্তৃতা করতে দেখা যায় তাঁকে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

প্রথম প্রতিক্রিয়ায় মোদি জানান, ‘‘জঙ্গিরা নৃশংস ভাবে নিরপরাধ মানুষগুলোকে মেরেছে, ভারত প্রত্যেক নিহতের পরিবার-পরিজনদের পাশে আছে৷’’ এরপরেই মোদির হুঁশিয়ারি, ‘‘প্রত্যেক ষড়যন্ত্রী, জঙ্গি, যাঁরা এই কাজ করেছে, তারা ভাবতেও পারবে না তাদের কী শাস্তি দেওয়া হবে৷’’ পৃথিবীর শেষ পর্যন্ত ধাওয়া করে জঙ্গিদের ধরা হবে বলে এদিন আশ্বাস দেন মোদি৷

বাংলা খবর/ খবর/দেশ/
Mukesh Ambani: ' সন্ত্রাসবাদ মানবতার শত্রু, মুম্বইয়ে রিলায়েন্সের হাসপাতালে আহতদের বিনামূল্যে চিকিৎসা',শোকার্ত মুকেশ আম্বানি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল