TRENDING:

Nita Mukesh Ambani Cultural Centre: সাংস্কৃতিক মঞ্চের জমকালো উদ্বোধনে উজ্জ্বল উপস্থিতি কর্ণধার মুকেশ ও নীতা আম্বানির

Last Updated:

Nita Mukesh Ambani Cultural Centre: এই সাংস্কৃতিক কেন্দ্রের উদ্দেশ্য হল ভারতীয় শিল্পকলার সংরক্ষণ ও প্রচার করা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: সাংস্কৃতিক মঞ্চ 'নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টারের' উদ্বোধনে উজ্জ্বল আভায় প্রতিভাত হলেন মুকেশ ও নীতা আম্বানি। মুকেশ আম্বানি পরেছিলেন কালো স্যুট। তাঁর সহধর্মিণী নীতা আম্বানির পরনে ছিল জমকালো নীল শাড়ি। ৩১ মার্চ, শুক্রবার ধুমধাম করে উদ্বোধন করা হল 'নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টার'-এর। মুম্বইয়ে জিও ওয়ার্ল্ড সেন্টারের অনুষ্ঠানে এদিন উপস্থিত ছিলেন আম্বানি পরিবারের পাশাপাশি বলিউডের বিভিন্ন তারকারাও ৷ ৩ এপ্রিল থেকে সর্বসাধারণের জন্য খুলে যাবে এই কালচারাল সেন্টার ৷ কবে, কী প্রদর্শনী হবে, তার তালিকাও এদিন প্রকাশ করা হয়েছে ৷ এই সাংস্কৃতিক কেন্দ্রের উদ্দেশ্য হল ভারতীয় শিল্পকলার সংরক্ষণ ও প্রচার করা।
advertisement

এক বিবৃতিতে নীতা আম্বানি জানিয়েছেন ‘‘ এই সাংস্কৃতিক কেন্দ্রের ভূমিকা আমাদের জীবনে পবিত্র যাত্রার মতো। চলচ্চিত্র, সঙ্গীত, নৃত্য, নাটক, সাহিত্য, লোকজীবন, বিজ্ঞানচর্চা এবং আধ্যাত্মিকতায় আমাদের শিল্পসত্তা এবং সাংস্কৃতিক ঐতিহ্যকে উদযাপন করার লক্ষ্যে আমরা একটা মঞ্চ তৈরির জন্য আগ্রহী ছিলাম। এমন একটা জায়গা যেখানে আমরা দেশের শ্রেষ্ঠত্ব বিশ্বের সামনে তুলে ধরতে পারি। এবং একইসঙ্গে বিশ্বের সেরাটুকু ভারতে আনতে পারি।’’

advertisement

আরও পড়ুন :  ভারতীয় শিল্পকলা সংরক্ষণ ও প্রচারই লক্ষ্য, দেশের প্রথম কালচারাল সেন্টারের উদ্বোধন রিলায়েন্সের

এই মঞ্চে নিখরচায় অবাধ যাতায়াত থাকবে শিশু, ছাত্রছাত্রী, প্রবীণ নাগরিক এবং বিশেষ ক্ষমতাসম্পন্নদের। স্কুল, কলেজে বিভিন্ন প্রতিযোগিতার মাধ্যমে এই উদযাপন বজায় রাখা হবে। শিল্পকলার শিক্ষকদের জন্য পুরস্কার, গুরু শিষ্য পরম্পরা, শিল্প ও শিক্ষা সংক্রান্ত বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হবে। এই ‘নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টার’ শিল্পকলার ক্ষেত্রে বড়সড় প্রভাব বিস্তার করবে বলেই আশা করা হচ্ছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টারের লঞ্চের অনুষ্ঠানে এদিন ছিল বিশেষ ভাবে কিউরেট করা শিল্প এবং নৈপুণ্যের প্রদর্শনী। মুম্বইয়ের বান্দ্রা কুরলা কমপ্লেক্সের জিও গার্ডেনে এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রজনীকান্ত, সলমন খান, গৌরী খান, রণবীর সিং, দীপিকা পাড়ুকোন, প্রিয়ঙ্কা চোপড়া, নিক জোনাস, সিদ্ধার্থ মালহোত্র, কিয়ারা আডবাণী, ঐশ্বর্য রাই বচ্চন, বরুণ ধওয়ন, কৃতী শ্যানন, শ্রদ্ধা কপূর, আলিয়া ভাট-সহ বলিউডের অসংখ্য তারকা।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Nita Mukesh Ambani Cultural Centre: সাংস্কৃতিক মঞ্চের জমকালো উদ্বোধনে উজ্জ্বল উপস্থিতি কর্ণধার মুকেশ ও নীতা আম্বানির
Open in App
হোম
খবর
ফটো
লোকাল