TRENDING:

হাঁটু মুড়ে বসে স্ত্রী সাক্ষীর জুতোর ফিতে বেঁধে দিলেন ধোনি, ভাইরাল ছবি

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#রাঁচি: তিনি সেরা, চোখ বন্ধ করে বলা যায় তিনিই সেরা ৷ লোকলজ্জা, আত্মমর্যাদা, ইমেজের মোটে পরোয়া করলেন না ৷ দিব্যি পাবলিক প্লেসে বসে পড়লেন হাঁটু মুড়ে ৷ তাও আবার স্ত্রীর জুতোর স্ট্র্যাপ বাঁধতে! ভাবা যায়!
advertisement

যাঁকে নিয়ে কথা হচ্ছে তাঁর পোশাকি নাম মহেন্দ্র সিং ধোনি ৷ আদরের নাম মাহি ৷ ইন্ডিয়ার ক্রিকেট টিমের প্রাক্তন ক্যাপ্টেন ৷ এই মুহূর্তে কিছু দিনের জন্য খেলা থেকে ছুটি নিয়েছেন ধোনি ৷ সময়টা পরিবারের সঙ্গে চুটিয়ে এনজয় করছেন ৷ কখনও মেয়ে জিভার সঙ্গে খুটসুটি, কখনও শপিং, কখনও সপরিবারে অম্বানির বিয়েতে নিমন্তন্ন রক্ষা...সবটাই করছেন জমিয়ে ৷

advertisement

সম্প্রতি কয়েকটি ছবি পোস্ট করেছেন সাক্ষী ৷ সেখানেই একেবারে দায়িত্ববান স্বামীর অবতারে দেখা যাচ্ছে ধোনিকে ৷ সাক্ষী পরেছেন একটি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট শর্ট ড্রেস ৷ পোশাকটি পরে নীচু হয়ে জুতোর ফিতে বাঁধতে সম্ভবত অসুবিধা হচ্ছিল তাঁর ৷ সেই দায়িত্বই নিজের হাতে তুলে নেন ধোনি ৷ এই সুযোগ অবশ্য হাতছাড়া করেননি স্ত্রী সাক্ষী ৷ ছবি তুলেছেন পটাপট, পোস্টও করেছেন সঙ্গে সঙ্গে ৷ ছবির নীচের ক্যাপশনটিও চমৎকার ৷ সাক্ষী লিখেছেন, ‘জুতোর টাকা তুমি দিয়েছ, জুতোর ফিতেও তুমিই বাঁধো ৷’ সাক্ষী আর ধোনির এই মিষ্টি লভ স্টোরি দেখে দারুন খুশি নেটিজেনরা ৷ মুহূর্তে ভাইরাল হয়ে যায় পোস্টটি ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
মাটির রঙিন খেলনায় ছেয়ে গিয়েছে বাজার, চাহিদা তুঙ্গে! দাম কত জানেন?
আরও দেখুন

বাংলা খবর/ খবর/দেশ/
হাঁটু মুড়ে বসে স্ত্রী সাক্ষীর জুতোর ফিতে বেঁধে দিলেন ধোনি, ভাইরাল ছবি