TRENDING:

মৃণাল সেনের ছবিতেই প্রথমবারের জন্য ভয়েস ওভার দিয়েছিলাম, স্মৃতিচারণায় বিগ বি

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: সালটা ১৯৬৯ সাল ৷ সে সময় কলকাতায় সেলসের চাকরি করেন অমিতাভ বচ্চন। আর পরিচালক মৃণাল তাঁর ছবির জন্য খুঁজে বেড়াচ্ছেন এমন একজনকে, যাঁর কণ্ঠস্বর গোটা ভুবনকে মোহিত করবে। সেলসের চাকরির ফাঁকে স্টুডিও পাড়ায় তাঁর যাতায়াতের কথা বিভিন্ন সাক্ষাৎকারে আগেও বলেছেন বিগবি। বর্ষীয়ান পরিচালক মৃণাল সেন-এর জীবনাবসানের পর শোক বার্তায় টুইট করে জানালেন,মৃণাল সেন পরিচালিত ভুবন সোম ছবির ভয়েস ওভারই তাঁর প্রথম কাজ।
advertisement

রবিবার সকাল সাড়ে দশটা নাগাদ ৩৮, পদ্মপুকুর রোডে নিজের বাড়িতেই মৃত্যু হয়েছে তাঁর। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯৫। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন মৃণাল সেন। রবিবার সকালে, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় এই বর্ষীয়ান পরিচালকের। এরপর অমিতাভ শোকজ্ঞাপনের সঙ্গে সেই ১৯৬৯ সালের ভয়েস ওভারের স্মৃতিচারণা করেন। ওটাই ছিল অমিতাভ বচ্চনের সেলুলয়েড দুনিয়ার প্রথম কাজ। এই ছবির জন্যই ‘পদ্মভূষণ’ পেয়েছিলেন মৃণালবাবু।

advertisement

কিন্তু ‘ভুবন সোম’ যে বিগবি-রও ডেবিউ ফিল্ম, তা বোধহয় জানা ছিল না অনেকেরই। এরপর ওই বছরেই খোয়াজা আহমেদ আব্বাস নির্দেশিত ‘সাত হিন্দুস্তানি’ ছবিতে অভিনয়ের সুযোগ পান অমিতাভ। অন্যান্য ভূমিকায় অভিনয় করেছিলেন উৎপল দত্ত, মধু এবং জালাল আগা। বক্স অফিসে হিট না হলেও, বচ্চন এই ছবিতে অভিনয়ের সুবাদে শ্রেষ্ঠ নতুন অভিনেতা হিসেবে তাঁর প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান।

advertisement

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
নদী নাকি শুকিয়ে যাওয়া জমি ধরতে পারবেন! ইছামতীর প্রাণ ফেরাতে দারুণ উদ্যোগ
আরও দেখুন

বাংলা খবর/ খবর/দেশ/
মৃণাল সেনের ছবিতেই প্রথমবারের জন্য ভয়েস ওভার দিয়েছিলাম, স্মৃতিচারণায় বিগ বি