রবিবার সকাল সাড়ে দশটা নাগাদ ৩৮, পদ্মপুকুর রোডে নিজের বাড়িতেই মৃত্যু হয়েছে তাঁর। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯৫। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন মৃণাল সেন। রবিবার সকালে, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় এই বর্ষীয়ান পরিচালকের। এরপর অমিতাভ শোকজ্ঞাপনের সঙ্গে সেই ১৯৬৯ সালের ভয়েস ওভারের স্মৃতিচারণা করেন। ওটাই ছিল অমিতাভ বচ্চনের সেলুলয়েড দুনিয়ার প্রথম কাজ। এই ছবির জন্যই ‘পদ্মভূষণ’ পেয়েছিলেন মৃণালবাবু।
advertisement
কিন্তু ‘ভুবন সোম’ যে বিগবি-রও ডেবিউ ফিল্ম, তা বোধহয় জানা ছিল না অনেকেরই। এরপর ওই বছরেই খোয়াজা আহমেদ আব্বাস নির্দেশিত ‘সাত হিন্দুস্তানি’ ছবিতে অভিনয়ের সুযোগ পান অমিতাভ। অন্যান্য ভূমিকায় অভিনয় করেছিলেন উৎপল দত্ত, মধু এবং জালাল আগা। বক্স অফিসে হিট না হলেও, বচ্চন এই ছবিতে অভিনয়ের সুবাদে শ্রেষ্ঠ নতুন অভিনেতা হিসেবে তাঁর প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান।