কেন্দ্রের কৃষি আইনের বিরোধিতায় তোলপাড় গোটা দেশ৷ কৃষকেরা চালিয়ে যাচ্ছেন ব্যাপক বিক্ষোভ ৷ কেন্দ্রের আনা নয়া কৃষি আইন নিয়েই গত কয়েক দিন ধরেই দেশজুড়ে বিক্ষোভ দেখা দিচ্ছে৷ বেশিরভাগই হরিয়ানা ও পঞ্জাবের কৃষকেরা অংশ নিয়েছেন এই আন্দোলনে৷
এই কৃষি আইনের সমর্থনে দিনকয়েক আগে ট্যুইট করেন সানি দেওল। ওই টুইটে তিনি দুনিয়ার সকলের কাছে অনুরোধের সুরে বলেন, এটা কেন্দ্র ও কৃষকদের মধ্যের বিষয়। এর মধ্যে কারও হস্তক্ষেপের প্রয়োজন নেই। দুই পক্ষ আলোচনার মাধ্যমে নিশ্চিতভাবেই একটা সিদ্ধান্তে পৌঁছবে। কিন্তু কিছু মানুষ এই আন্দোলনকে কাজে লাগিয়ে নিজেদের আখের গুছানোর চেষ্টা করছে। তারা কৃষকদের বিষয়ে না ভেবে বরং ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করতেই ব্যস্ত। তাই তিনি তাঁর দল ও কৃষক- উভয়েরই পাশে আছেন৷
advertisement
এর পরই শুরু হয় বিতর্ক৷ পঞ্জাবের সাংসদ হওয়া সত্ত্বেও কৃষি আইনকে সমর্থন করায় ক্ষুব্ধ হয়েছেন কৃষকেরা। অনেকেই প্রশ্ন করেন কৃষকদের দিকটি কেন তিনি ভেবে দেখছেন না? নেটিজেনরা তাঁকে ‘কূটনীতিবিদ’ ও ‘দ্বিমুখী’ বলেও কটাক্ষ করেন । কেউ কেউ তাঁকে ‘মেরুদণ্ডহীন’ও বলেছেন৷ নির্বাচনের টিকিট বন্ধ করে দেওয়া উচিৎ বলেও ক্ষোভ প্রকাশ করেন বহু৷ গুরুদাসপুরের সাংসদের বিপদের আঁচ বুঝেই প্রশাসন থেকে জোড় নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে৷
কৃষি আইন নিয়ে বলিউডে ইতিমধ্যেই দেখা দিয়েছে নানা মতামত ৷ কেন্দ্রের সিদ্ধান্তের সমর্থনে আছেন সানি দেওল,কঙ্গনা রানাওয়াতরা। অপরদিকে কৃষকদের পাশে দাঁড়িয়েছেন সোনু সুদ, দিলজিত্ দোসাঞ্জ, প্রিয়াঙ্কা চোপড়া, সোনম কাপুররা।