TRENDING:

#IndiaAssemblyElections2018: 'আমাদের দলে আসতে পারেন', প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ফোনে প্রস্তাব কংগ্রেসের

Last Updated:

যদিও খবরটি অস্বীকার করেছেন বাবুলাল গৌর৷ প্রসঙ্গত, গোবিন্দপুরা আসনে জিতে টানা বিধায়ক বাবুলাল৷ এ বারও ভোট ময়দানে নেমে টিকিটের দাবি করেছেন তিনি৷ মজার হল, বাবুলালের পুত্রবধূ কৃষ্ণা গৌর ওই একই সিটে টিকিট দাবি করেছেন৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ভোপাল: মধ্যপ্রদেশে জমে গিয়েছে ভোট যুদ্ধ৷ ভোটের তারিখ যত এগিয়ে আসছে, ততই ঘটনার ঘনঘটা৷ মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের শ্যালক সঞ্জয় সিং মাসানি কংগ্রেসে যোগ দেওয়ার পরেই মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী বাবুলাল গৌরকে কংগ্রেসে যোগ দেওয়ার প্রস্তাব দিলেন মধ্যপ্রদেশের প্রদেশ কংগ্রেস সভাপতি কমলনাথ৷ রীতিমতো ফোন করে কমলনাথ এই প্রস্তাব দেন বাবুলালকে৷
advertisement

বাবুলাল গৌর

যদিও খবরটি অস্বীকার করেছেন বাবুলাল গৌর৷ প্রসঙ্গত, গোবিন্দপুরা আসনে জিতে টানা বিধায়ক বাবুলাল৷ এ বারও ভোট ময়দানে নেমে টিকিটের দাবি করেছেন তিনি৷ মজার হল, বাবুলালের পুত্রবধূ কৃষ্ণা গৌর ওই একই সিটে টিকিট দাবি করেছেন৷ বিজেপি-র এ বছর ওই সিটে বাবুলালকে টিকিট দেওয়ার ইচ্ছে ছিল না৷ এ নিয়ে গোবিন্দপুরা আসনের প্রার্থী বাছাই নিয়ে কোন্দল চলছে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

এই ঘোলাজলেই মাছ ধরতে নেমে পড়েছে কংগ্রেস৷ বিজেপি থেকে বাবুলালকে ভাঙিয়ে আনার চেষ্টা চালাচ্ছে প্রদেশ কংগ্রেস৷

বাংলা খবর/ খবর/দেশ/
#IndiaAssemblyElections2018: 'আমাদের দলে আসতে পারেন', প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ফোনে প্রস্তাব কংগ্রেসের