TRENDING:

স্কুলে কোনও শৌচাগার নেই, প্রকাশ্যে শৌচের অপরাধে শিশুকন্যাকে অমানবিক শাস্তি

Last Updated:

স্কুলে কোনও শৌচাগার নেই, প্রকাশ্যে শৌচের অপরাধে শিশুকন্যাকে অমানবিক শাস্তি

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ছত্তরপুর: সরকারে আসার পর থেকেই স্বচ্ছ ভারত অভিযান এবং বাড়ি বাড়ি শৌচাগার তৈরির জন্য প্রচার চালাচ্ছে ৷ শত সচেতনতা প্রচার সত্ত্বেও সর্বত্র শৌচাগার নির্মাণের কাজ সম্পূর্ণ করা সম্ভব হয়নি ৷ শৌচাগার না থাকায় প্রকাশ্যে মলত্যাগ করার মাসুল গুণল একটি ছোট শিশু কন্যা ৷
advertisement

প্রকাশ্য শৌচকর্ম করায় অমানবিক শাস্তি ভোগ করতে হল ৬ বছরের এক নাবালিকাকে ৷ ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ছত্তরপুরে ৷ স্কুলে কোনও শৌচাগার না থাকায় শিক্ষকের অনুমতি নিয়ে খোলা জায়গাতেই মলত্যাগ করতে বাধ্য হয়নি ছোট্ট মেয়েটি ৷ তাঁকে এইভাবে দেখে এক যুবক প্রবল ক্ষুব্ধ ৷ সঙ্গে সঙ্গে শুরু হয় তিরস্কার ৷

ছত্তরপুরের লবকুশনগর তহশিলের গুধোরা গ্রামের বাসিন্দা ওই যুবক নাবালিকাকে নিজে হাতে করে তাঁর মল ওই জায়গা থেকে বয়ে নিয়ে যেতে বাধ্য করে ৷ মেয়েটি বাড়ি ফিরে পুরো ঘটনা তাঁর পরিবারকে জানানোয় তাঁরা প্রবল ক্ষিপ্ত হয়ে ওঠে ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

মেয়েটির পরিবারের দাবি, তারা জাতে দলিত হওয়ায় উঁচু জাতের ওই যুবক তাদের মেয়ের সঙ্গে এমন অমানবিক ব্যবহার করেছে ৷ অভিযুক্ত যুবক পাপ্পু সিংহের বিরুদ্ধে বেআইনিভাবে জোর করে খাটানো ও শিশুর প্রতি অমানবিক আচরণের অভিযোগ দায়ের করা হয় লবকুশনগর থানায় ৷ অভিযোগ দায়েরের পর থেকেই অভিযুক্ত ব্যক্তি পলাতক ৷

বাংলা খবর/ খবর/দেশ/
স্কুলে কোনও শৌচাগার নেই, প্রকাশ্যে শৌচের অপরাধে শিশুকন্যাকে অমানবিক শাস্তি