দেশের সব থেকে বড় চালান কাটা হয়েছে ৷ শাহবাদ দৌলতপুরের বাসিন্দা ট্রাক মালিক লোকেশকে দেওয়া হয়েছে ৷ ১৮ টন মাল বহন করার অভিযোগ রয়এছে ৷ পুলিশের বিরুদ্ধে অভিযোগ ট্রাক ড্রাইভারের কাছে প্রয়োজনীয় কাগজপত্র ছিলনা ৷ বৃহস্পতিবার আদালতে জরিমানার রসিদ জমা দেওয়া হয়েছে ৷
নিউজ 18 এর সঙ্গে একটি সাক্ষাৎকারে লোকেশ জানিয়েছেন গাড়ি দাঁড় করিয়ে সংবিধানের ১১ প্রয়োগ করেছে ৷ লাইসেন্স, দূষণ, বিমা, পারমিট, ইত্যদি নিয়ম মানা হয়নি ৷ তিনি দাবি করেছেন ২৫ টন ক্ষমতা সম্পন্ন গাড়িতে ১৮ টন মালপত্র পরিবহণে জরিমানা করা হয়েছে ৷ জরিমানা ৫০-৬০ হাজার টাকা হলেও একটি বড় রকমের টাকা দাবি করা হয়েছে তাই এর বিরুদ্ধে হাইকোর্টে অভিযোগ জমা পড়েছে ৷
advertisement
অন্যদিকে হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ভুপেন্দ্র সিং চাড্ডা জানিয়েছেন নতুন মোটর আইনের ফলে যেরকম ভাবে জরিমানা করা হচ্ছে তাই নিয়েই জরিমানার টাকার অঙ্কের পরিমাণ কম করার সিদ্ধান্ত উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাতের মত বিজেপি শাসিত রাজ্যে নিতে চলেছে ৷