TRENDING:

বয়স কোনও ব্যাপারই নয়, গোরক্ষপুরে মা-মেয়ে একসঙ্গে বসলেন বিয়ের পিঁড়িতে

Last Updated:

মুখ্যমন্ত্রী সমুহিক বিবাহ যোজনার আওতায়, গোরক্ষপুরে আয়োজন করা হয়েছিল একটি গণ বিবাহ অনুষ্ঠান।এই গণ বিবাহের আসরেই ৫৩ বছরের এই মহিলা এবং তাঁর ২৭ বছরের মেয়ে বিয়ে করলেন একইসঙ্গে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#গোরক্ষপুরঃ প্রজন্ম এবার একসঙ্গে বিয়ের পিঁড়িতে। বয়স যেন কোনও ব্যাপারই নয়। গাঁটছড়া বাঁধা যেতে পারে যে কোনও বয়সে। এমনটাই প্রমাণ করলেন ৫৩ বছর বয়সি গোরক্ষপুরের এক মহিলা।
advertisement

মুখ্যমন্ত্রী সমুহিক বিবাহ যোজনার আওতায়, গোরক্ষপুরে আয়োজন করা হয়েছিল একটি গণ বিবাহ অনুষ্ঠান।এই গণ বিবাহের আসরেই ৫৩ বছরের এই মহিলা এবং তাঁর ২৭ বছরের মেয়ে বিয়ে করলেন একইসঙ্গে।

মহিলার নাম, বেলি দেবী। তাঁর স্বামী মারা গিয়েছেন বছর পঁচিশ আগেই। এই গণ বিবাহ সভায় তিনি গাঁটছড়া বাঁধলেন ৫৫ বছর বয়সি দেওর জগদীশের সঙ্গে। এই গণ বিবাহ অনুষ্ঠানে, একটি মুসলিম দম্পতিকে নিয়ে, সাত পাঁকে বাধা পড়লেন মোট ৬৩ দম্পতি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বিজয়াতেই ঘরে ঘরে 'টিকা'র প্রস্তুতি! গোর্খাদের এই উৎসব বাঙালির খুব চেনা
আরও দেখুন

বেলি দেবীর সব থেকে ছোট মেয়ে ইন্দু-ও বিয়ে করেছে এই বিবাহ অনুষ্ঠানেই। বেলি দেবীর দেওর জগদীশ পেশায় একজন চাষি। এ পর্যন্ত তিনি অবিবাহিতই ছিলেন। বেলি দেবী বলেছেন, “আমার ছেলেরা এবং আরও দুই মেয়ের আগেই বিয়ে হয়ে গিয়েছে। তাই ছোট মেয়ের বিয়ের সময়ই আমি নিজেও বিয়ে সেরে ফেলার সিদ্ধান্ত নিই আমার  এই দেওরের সঙ্গে। আমার ছেলে-মেয়েরা এই সিদ্ধান্তে বেশ খুশি।” জেলার সরকারি কর্মকর্তারা সকলে হাজির ছিলেন ।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
বয়স কোনও ব্যাপারই নয়, গোরক্ষপুরে মা-মেয়ে একসঙ্গে বসলেন বিয়ের পিঁড়িতে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল