মুখ্যমন্ত্রী সমুহিক বিবাহ যোজনার আওতায়, গোরক্ষপুরে আয়োজন করা হয়েছিল একটি গণ বিবাহ অনুষ্ঠান।এই গণ বিবাহের আসরেই ৫৩ বছরের এই মহিলা এবং তাঁর ২৭ বছরের মেয়ে বিয়ে করলেন একইসঙ্গে।
মহিলার নাম, বেলি দেবী। তাঁর স্বামী মারা গিয়েছেন বছর পঁচিশ আগেই। এই গণ বিবাহ সভায় তিনি গাঁটছড়া বাঁধলেন ৫৫ বছর বয়সি দেওর জগদীশের সঙ্গে। এই গণ বিবাহ অনুষ্ঠানে, একটি মুসলিম দম্পতিকে নিয়ে, সাত পাঁকে বাধা পড়লেন মোট ৬৩ দম্পতি।
advertisement
বেলি দেবীর সব থেকে ছোট মেয়ে ইন্দু-ও বিয়ে করেছে এই বিবাহ অনুষ্ঠানেই। বেলি দেবীর দেওর জগদীশ পেশায় একজন চাষি। এ পর্যন্ত তিনি অবিবাহিতই ছিলেন। বেলি দেবী বলেছেন, “আমার ছেলেরা এবং আরও দুই মেয়ের আগেই বিয়ে হয়ে গিয়েছে। তাই ছোট মেয়ের বিয়ের সময়ই আমি নিজেও বিয়ে সেরে ফেলার সিদ্ধান্ত নিই আমার এই দেওরের সঙ্গে। আমার ছেলে-মেয়েরা এই সিদ্ধান্তে বেশ খুশি।” জেলার সরকারি কর্মকর্তারা সকলে হাজির ছিলেন ।