TRENDING:

COVID 19: চলে এসেছে করোনার তৃতীয় ঢেউ ? জয়পুরে ১০ হাজারের বেশি বাচ্চা কোভিড পজিটিভ

Last Updated:

বর্তমানে সকলের মনে একটাই প্রশ্ন তৃতীয় ঢেউ কি এসে গিয়েছে ? কারণ রাজস্থানে এপ্রিল ও মে মাসে প্রচুর সংখ্যক বাচ্চা করোনা পজিটিভ (Children corona positive) হয়েছে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#জয়পুর: করোনার তৃতীয় ঢেউয়ে (Corona's third wave) বাচ্চাদের আক্রান্তের সম্ভাবনা রয়েছে বলে আগেই জানিয়েছিল চিকিৎসকেরা ৷ বর্তমানে সকলের মনে একটাই প্রশ্ন তৃতীয় ঢেউ কি এসে গিয়েছে ? কারণ রাজস্থানে এপ্রিল ও মে মাসে প্রচুর সংখ্যক বাচ্চা করোনা পজিটিভ (Children corona positive) হয়েছে ৷ রাজস্থানের অন্যান্য জেলার মতো জয়পুরের অবস্থাও বেশ চিন্তাজনক ৷ এপ্রিল ও মে মাসে বছর পর্যন্ত বাচ্চাদের মধ্যে ৩ হাজারের বেশি করোনায় আক্রান্ত, ১১ থেকে ২০ বছর বয়সীদের মধ্যে ১০ হাজারের বেশি আক্রান্ত হয়েছে করোনায় ৷
advertisement

করোনার দ্বিতীয় ঢেউয়ে করোনা আক্রান্তের সংখ্যা কিছুটা হলেও কমেছে ৷ কিন্তু এখন থেকেই তৃতীয় ঢেউ নিয়ে মানুষের মধ্যে চিন্তা ও উদ্বেগ বেড়ে চলেছে ৷ বিশেষজ্ঞরা জানিয়েছে, তৃতীয় ঢেউয়ে সবচেয়ে বেশি আক্রান্ত হতে চলেছে বাচ্চারা ৷ কিন্তু রাজস্থানে এখন থেকেই প্রচুর সংখ্যক বাচ্চা করোনায় আক্রান্ত হচ্ছে ৷ স্বাস্থ্য বিভাগের তরফে জানানো হয়েছে, এপ্রিল ও মে মাসে জয়পুরে ১০ বছর পর্যন্ত ৩,৫৮৯ ও ১১ থেকে ২০ বছর পর্যন্ত ১০,০২২ জন করোনা পজিটিভ ৷

advertisement

-- এপ্রিলে ০-১০ বছরের মধ্যে ১৬৭২ বাচ্চা করোনা পজিটিভ

-- এপ্রিলে ১১-২০ বছরের মধ্যে ৪৬৮১ বাচ্চা করোনা পজিটিভ

-- ১ থেকে ২৩ মে পর্যন্ত ০-১০ বছরের মধ্যে ১৯১৭ বাচ্চা করোনায় আক্রান্ত

-- ১ থেকে ২৩ মে পর্যন্ত ১১ থেকে ২০ বছরের মধ্যে ৫৩৪১ জন করোনায় আক্রান্ত

২ মাসে ৬০ হাজারের বেশি জন করোনায় আক্রান্ত

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

দ্বিতীয় ঢেউয়ে ২১ থেকে ৪০ বছর বয়সীদের করোনায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি ৷ গত ২ মাসে এই বয়সের মধ্যে প্রায় ৬০ হাজারের বেশি জন করোনায় আক্রান্ত হয়েছেন ৷ কিন্তু বাচ্চাদের আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় বাড়ছে চিন্তা ৷ চলতি বছরের জানুয়ারি, ফেব্রুয়ারি ও মার্চ মাসেজয়পুরে ২০ বছর পর্যন্ত মাত্র ৪৩১ জন বাচ্চা করোনায় আক্রান্ত হয়েছিল ৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
COVID 19: চলে এসেছে করোনার তৃতীয় ঢেউ ? জয়পুরে ১০ হাজারের বেশি বাচ্চা কোভিড পজিটিভ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল