করোনার দ্বিতীয় ঢেউয়ে করোনা আক্রান্তের সংখ্যা কিছুটা হলেও কমেছে ৷ কিন্তু এখন থেকেই তৃতীয় ঢেউ নিয়ে মানুষের মধ্যে চিন্তা ও উদ্বেগ বেড়ে চলেছে ৷ বিশেষজ্ঞরা জানিয়েছে, তৃতীয় ঢেউয়ে সবচেয়ে বেশি আক্রান্ত হতে চলেছে বাচ্চারা ৷ কিন্তু রাজস্থানে এখন থেকেই প্রচুর সংখ্যক বাচ্চা করোনায় আক্রান্ত হচ্ছে ৷ স্বাস্থ্য বিভাগের তরফে জানানো হয়েছে, এপ্রিল ও মে মাসে জয়পুরে ১০ বছর পর্যন্ত ৩,৫৮৯ ও ১১ থেকে ২০ বছর পর্যন্ত ১০,০২২ জন করোনা পজিটিভ ৷
advertisement
-- এপ্রিলে ০-১০ বছরের মধ্যে ১৬৭২ বাচ্চা করোনা পজিটিভ
-- এপ্রিলে ১১-২০ বছরের মধ্যে ৪৬৮১ বাচ্চা করোনা পজিটিভ
-- ১ থেকে ২৩ মে পর্যন্ত ০-১০ বছরের মধ্যে ১৯১৭ বাচ্চা করোনায় আক্রান্ত
-- ১ থেকে ২৩ মে পর্যন্ত ১১ থেকে ২০ বছরের মধ্যে ৫৩৪১ জন করোনায় আক্রান্ত
২ মাসে ৬০ হাজারের বেশি জন করোনায় আক্রান্ত
দ্বিতীয় ঢেউয়ে ২১ থেকে ৪০ বছর বয়সীদের করোনায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি ৷ গত ২ মাসে এই বয়সের মধ্যে প্রায় ৬০ হাজারের বেশি জন করোনায় আক্রান্ত হয়েছেন ৷ কিন্তু বাচ্চাদের আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় বাড়ছে চিন্তা ৷ চলতি বছরের জানুয়ারি, ফেব্রুয়ারি ও মার্চ মাসেজয়পুরে ২০ বছর পর্যন্ত মাত্র ৪৩১ জন বাচ্চা করোনায় আক্রান্ত হয়েছিল ৷